Orlando amusement park

সিটবেল্ট ছিঁড়ে ৭০ ফুট উঁচু নাগরদোলা থেকে পড়ে মৃত সন্তান! ২৬৩৪ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন বাবা-মা

২০২২ সালে স্থানীয় একটি বিনোদন পার্কে গিয়ে মিসৌরির বাসিন্দা ১৪ বছরের বালক উঁচু একটি নাগরদোলা থেকে পড়ে যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১০:২৮
Jury awards 2 thousand crore to parents of teen who fell from  amusement park ride

—প্রতীকী ছবি।

পার্কের উঁচু নাগরদোলা থেকে পড়ে মারা গিয়েছিল একমাত্র সন্তান। সেই দু্ঘটনার ক্ষতিপূরণ হিসাবে মৃত বালকের বাবা-মাকে ২ হাজার ৬২৪ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটেছে আমেরিকার অরল্যান্ডোয়। ২০২২ সালে স্থানীয় একটি বিনোদন পার্কে গিয়ে মিসৌরির বাসিন্দা ১৪ বছরের ওই বালক একটি উঁচু নাগরদোলা থেকে পড়ে যায়। সেই দুর্ঘটনার পর মৃত্যু হয় টায়ার স্যাম্পসন নামের ওই বালকের। পার্কের সেই নাগরদোলা নির্মাতা ছিল অস্ট্রিয়ার একটি সংস্থা। তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন টায়ারের মা ও বাবা নেকিয়া ডড এবং ইয়ার্নেল স্যাম্পসন। ২০২২ সালের ২৪ মার্চ ৭০ ফুট উঁচু থেকে পড়ে মারা যায় টায়ার।

Advertisement

গত বৃহস্পতিবার অরল্যান্ডোর অরেঞ্জ কাউন্টি বিচারক এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন নির্মাতা সংস্থা ফান টাইমকে। বিচার চলাকালীন ফান টাইমের পক্ষ থেকে কোনও প্রতিনিধি হাজির হননি। সে কারণে সওয়াল-জবাব মাত্র এক দিনেই সেরে ফেলেন বিচারক। এই ক্ষতিপূরণ ছাড়াও বিনোদন পার্ক কর্তৃপক্ষ আলাদা ভাবে টায়ারের পরিবারকে মোটা টাকার ক্ষতিপূরণ দিয়েছে বলে জানা গিয়েছে। তবে তার পরিমাণ অজানা। নির্মাতা সংস্থার থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য অস্ট্রিয়ার আদালতের কাছে দ্বারস্থ হবেন টায়ারের মা-বাবা। ৬ ফুট লম্বা টায়ার ছিল এক জন ফুটবল খেলোয়াড়। ছুটিতে বন্ধুদের সঙ্গে সেন্ট লুইস থেকে অরল্যান্ডোর এই বিনোদন পার্কে আসে। ‘ফ্রি ফল’ নামের একটি রাই়ডে ওঠার পর সেখান থেকে ছিটকে পড়ে মারা যায়। অভিযোগ ছিল বসার জায়গায় যে নিরাপত্তা বেষ্টনী থাকার কথা, তা ওই রাইডে ছিল না।

Advertisement
আরও পড়ুন