Viral Video

শাড়ি পরে তুরীয় মেজাজে ড্রাম বাজাচ্ছেন দুই প্রৌঢ়া, ‘রকস্টার’দের বাজনা শুনে মাতল সমাজমাধ্যম

দুই প্রৌঢ়া রংমিলান্তি করে শাড়ি পরেছেন। দু’জন প্রৌঢ়াকে ড্রাম বাজাতে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১০:০৭
Saree-clad women showcasing their drumming skills on Thane event, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অনুষ্ঠানে বাজনা বাজিয়ে পারফর্ম করছেন একটি দলের সদস্যেরা। সেই দলে রয়েছেন দুই প্রৌঢ়া। অনুষ্ঠানের আয়োজন করছিলেন না তাঁরা, বরং দলের অন্য তরুণদের সঙ্গে তাল মিলিয়ে ড্রাম বাজাচ্ছিলেন। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘লোকমান্য বিট্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যান্ডের সঙ্গে সদস্য হিসাবে যুক্ত হয়েছেন দুই প্রৌঢ়া। সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। মনের আনন্দে ড্রাম বাজাচ্ছেন দু’জনে। আবার হাওয়ায় ড্রামস্টিক তুলে পোজ়ও দিচ্ছেন।

ব্যান্ডটির নাম ‘লোকমান্য বিট্স’। সেই ব্যান্ডেরই সদস্য দুই প্রৌঢ়া। মঙ্গলবার মহারাষ্ট্রের ঠাণের একটি অনুষ্ঠানে পারফর্ম করছিল ওই ব্যান্ড। সেই অনুষ্ঠানের মুহূর্তই ধরা পড়েছে এই ভিডিয়োয়। দুই প্রৌঢ়াই রংমিলান্তি করে শাড়ি পরেছেন।

দু’জন প্রৌঢ়াকে ড্রাম বাজাতে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী বলেছেন, ‘‘সঙ্গীতের কোনও সীমারেখা নেই। যে কোনও বয়সেই তার সঙ্গে জুড়ে যাওয়া যায়।’’ আবার এক জন বলেছেন, ‘‘দু’জনেই তো একেবারে ‘রকস্টার’।’’

Advertisement
আরও পড়ুন