Viral Video

পিছনে বসে বালক, তার মধ্যেই ব্যস্ত রাস্তায় স্কুটির চাকা শূন্যে তুলে কেরামতি তরুণের! ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে ব্যস্ত রাস্তায় স্কুটি চালাচ্ছেন এক তরুণ। পিছনের আসনে বসে রয়েছে এক বালক। এমন সময় পিছন থেকে আর একটি স্কুটি আসে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৬:০১
Police reacts after Video of boy riding scooty goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

পিছনের আসনে বসে রয়েছে এক বালক। তার মধ্যেই স্কুটির সামনের চাকা শূন্যে তুলে কেরামতি দেখাচ্ছেন এক তরুণ। এমন এক ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই হইচই প়ড়েছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার রাতে বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলেও খবর। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে ব্যস্ত রাস্তায় স্কুটি চালাচ্ছেন এক তরুণ। পিছনের আসনে বসে রয়েছে এক বালক। এমন সময় পিছন থেকে আর একটি স্কুটি আসে। সেটিকে দেখেই কেরামতি শুরু করেন তরুণ। স্কুটির সামনের চাকা শূন্যে তুলে দেন তিনি। ওই অবস্থাতেই স্কুটি চলতে থাকে। এর পর স্কুটির গতিও বাড়াতে দেখা যায় তরুণকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিয়োটি। সেই ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া জানিয়েছে বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশও।

‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে ক্ষোভপ্রকাশ করেছেন। ওই তরুণের শাস্তির দাবি তুলেও সরব হয়েছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘বালককে পিছনে বসিয়ে এ ভাবে কেউ স্কুটি চালায়। লজ্জা হওয়া উচিত।’’

আরও পড়ুন
Advertisement