ছবি: এক্স থেকে নেওয়া।
পাখি ভেবে উড়ন্ত ড্রোন গিলে ফেলল কুমির। তার পর যা ঘটল তা একেবারে অবিশ্বাস্য ঘটনা। কুমিরের মুখের মধ্যেই ফেটে গেল ড্রোনের ব্যাটারি। গলগল করে বেরোতে লাগল ধোঁয়া। সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ‘ইন্দ্রজিৎবরাক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োটি পোস্ট করার সময়ে লেখা হয়েছে, কুমির একটি ড্রোন গিলে ফেলার পর তার ব্যাটারি ফেটে যায় মুখের মধ্যে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে সে সম্পর্ক কোনও উল্লেখ করা হয়নি। সম্ভবত এটি বিদেশের কোনও জায়গায় তোলা হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি জলাশয়ের মধ্যে গা ডুবিয়ে ছিল একটি কুমির। সম্ভবত কুমিরটিরই ছবি তোলা হচ্ছিল ওই ড্রোনের সাহায্যে। উড়তে উড়তে ড্রোনটি কুমিরটির কাছে আসতেই সেটি তাকে পাখি ভেবে বিশাল হাঁ করে সেটি মুখে পুরে দেয়। গিলে ফেলার সঙ্গে সঙ্গে বিপদ ঘটে যায়। ড্রোনের ভিতরে থাকা ব্যাটারি ফেটে গিয়ে থেকে ধোঁয়া বেরোতে থাকে কুমিরটির মুখ থেকে। মুখের ভিতর হঠাৎ করে বিস্ফোরণ হওয়ায় কুমিরটি জলের নীচে মুখ ডুবিয়ে নেয়। এখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। কুমিরের কী পরিণতি ঘটল তা জানা যায়নি।