ছবি: সংগৃহীত।
মোহময় বাদামি চোখ, শ্যামলা রং। কুম্ভমেলার সাধুসন্ত ও অন্য পুণ্যার্থীদের ভিড়ে নজর কেড়েছিলেন তিনি। সমাজমাধ্যম তাঁর নাম রাখে ‘মোনালিসা’। মহাকুম্ভের মেলায় ঘুরে ঘুরে হরেক রকমের রঙিন পুঁতি, রুদ্রাক্ষ দিয়ে তৈরি মালা বিক্রি করছিলেন ইনদওরের ওই তরুণী। রঙিন মালা যত না নজর কেড়েছে তার থেকে বেশি মানুষ মজেছেন তরুণীর রূপের জাদুতে। সমাজমাধ্যমে কয়েক দিনেই ভাইরাল হয়েছেন তিনি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
মহাকুম্ভের মেলায় আসা পুণ্যার্থীরা ‘ভক্ত’ হয়েছেন তরুণীর রূপের। সেই ‘ভক্তি’ এতটাই তীব্র হয়ে পড়েছে যে, মেলায় ঘোরার সময় মুখ ঢাকতে বাধ্য হয়েছেন তরুণী। সমাজমাধ্যমপ্রভাবী ও ইউটিউবারদের ছবি ও ভিডিয়ো তোলার আবদার মেটাতে নাজেহাল দশা তাঁর। অবস্থা এতটাই সঙ্গিন হয়ে পড়ে যে রাগের চোটে এক ‘ভক্তের’ মোবাইল কেড়ে নিয়ে তা ছুড়ে ফেলে দেন ওই তরুণী। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে (যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভিডিয়োটি ১৯ জানুয়ারি ‘লক্ষ্মী নাথ অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘মোবাইল ভেঙে ফেললেন মোনালিসা।’’ ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ইউটিউবার ও ক্যামেরা হাতে কয়েক জন তরুণীকে ঘিরে ধরেছেন।তাঁর পরনে সাদা কালো ফুলছাপ একটি গাউন, গায়ে জ্যাকেট, মুখে মাস্ক। মেলা থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। ক্যামেরা দেখে দু’হাতে মুখ ঢাকতে দেখা যায় তাঁকে। ‘ভক্তেরা’ তবু তাঁর পিছু ছাড়েন না। তাঁরাও তরুণীর পাশে পাশে হাঁটতে থাকেন ও ছবি তুলতে শুরু করেন। এতে বিরক্ত হয়ে এক ব্যক্তির মোবাইল কেড়ে নিয়ে আছড়ে ফেলে দেন ‘মোনালিসা’।
তাঁর সঙ্গে নিজস্বী তোলার আগ্রহ এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি মালা বিক্রির কাজও করতে পারছিলেন না। এ কারণে ইনদওরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।