Viral Video

জলমগ্ন রাস্তায় দাড়িয়ে কাতর চোখের চাহনি! সারমেয়কে রক্ষা করলেন অচেনা বন্ধু

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলমগ্ন রাস্তার এক কোণে একটি দোকানের সামনে চুপটি করে দাড়িয়ে রয়েছে একটি কুকুর। কাতর চোখে এ দিক-ও দিক তাকাচ্ছে। সেই মুহূর্তে তাকে বাঁচাতে এগিয়ে এলেন এক জন প্রৌঢ়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৩
Man rescues a dog from water logged road in Puducherry, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর দাপটে বিপর্যস্ত তামিলনাড়ু এবং পদুচেরির বেশ কিছু অংশ। ইতিমধ্যে সেই জায়গার বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। এই দুর্যোগের কারণে সাধারণ মানুষকে যেমন নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে, তেমনই কষ্টে রয়েছে অবলা পশুরাও। সম্প্রতি কাতর চোখে একটি সারমেয়র বৃষ্টির জমা জলে দাড়িয়ে থাকার একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম এএনআই সেই ভিডিয়োটি নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় ভাগ করে নিয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলমগ্ন রাস্তার এক কোণে, একটি দোকানের সামনে চুপটি করে দাড়িয়ে রয়েছে একটি কুকুর। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কাতর চোখে এ দিক-ও দিক চেয়ে দেখছে। সেই মুহূর্তে তাকে বাঁচাতে এগিয়ে এলেন এক জন প্রৌঢ়। দু’হাত বাড়িয়ে জাপটে ধরে কোলে তুলে নিলেন তাকে। সারমেয়টিও চুপ করেই রইল, এক বারের জন্যও প্রৌঢ়কে বাধা দিল না। তার পর কুকুরটিকে কোলে নিয়েই তিনি হাঁটতে থাকলেন।

মন ভাল করা এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটব্যবহারকারীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রৌঢ়ের সাহসিকতার বাহবা জানিয়েছেন বহু মানুষ। প্রকৃতির এই ধ্বংসলীলার মধ্যেও এক জন মানুষ যে একটি পশুকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়েছেন, সেটি দেখে আপ্লুত সমাজমাধ্যম। সংবাদমাধ্যম এএনআইয়ের ভাগ করে নেওয়া ভিডিয়োটিতে ৩৬ হাজারেরও বেশি ব্যবহারকারী ভালবাসা এঁকে দিয়েছেন। প্রৌঢ়ের সহানুভূতিশীলতা এবং সাহসী মনোভাবের প্রশংসা করেছেন তাঁরা।

শনিবার রাতে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। রাতভর চলে ঝড় এবং বৃষ্টির তাণ্ডব। রবিবার সকালেই অবশ্য ‘ফেনজল’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এখনও তার প্রভাব রয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন।

Advertisement
আরও পড়ুন