Viral News

হলি অভিনেতার নাম ধরে ডাকলে ‘সাড়া দেবে’ সাপ! হিমালয়ের কোলে পাওয়া গেল নতুন প্রজাতি

লাতিন ভাষায় ‘অ্যাঙ্গুইকিউলাস’ শব্দের অর্থ ‘ছোট সাপ’। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ফুট উপরে এই সাপের দেখা পাওয়া যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১২:৪৭
New snake species named after Hollywood actor Leonardo DiCaprio, found in the Himalayas

ছবি: সংগৃহীত।

গায়ের রং বাদামি। আকারেও খুব একটা বড় নয়। পশ্চিম হিমালয়ের হিমাচল প্রদেশের কর্দমাক্ত রাস্তায় নতুন প্রজাতির কয়েকটি সাপের দেখা পাওয়া যায়। ২০২০ সাল থেকে হিমাচল প্রদেশের ওই এলাকায় ভারত, জার্মানি এবং ব্রিটেনের গবেষকরা সাপের নতুন প্রজাতি নিয়ে গবেষণা শুরু করেন।

Advertisement

‘সায়েন্টিফিক রিপোর্টস’ নামে একটি জার্নালে নতুন প্রজাতির সাপ নিয়ে আলোচনা করেছেন গবেষকেরা। তাঁরা জানান, হলিউডের এক অভিনেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে সাপটির নামকরণ করা হয়েছে। সাপটির বিজ্ঞানসম্মত নাম রাখা হয়েছে ‘অ্যাঙ্গুইকিউলাস দিকাপ্রিওই’। গবেষকদের দাবি, হলি অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিওর নামেই সাপটির নাম রাখা হয়েছে। পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত নানা রকমের গবেষণার কাজে অর্থ দান করেন অভিনেতা। সেই কারণেই তাঁকে শ্রদ্ধাজ্ঞাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লাতিন ভাষায় ‘অ্যাঙ্গুইকিউলাস’ শব্দের অর্থ ‘ছোট সাপ’। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ফুট উপরে এই সাপের দেখা পাওয়া যায়। হিমাচল প্রদেশ ছাড়াও উত্তরাখণ্ডের নৈনিতাল এবং নেপালের চিটওয়ান জাতীয় উদ্যানে এই সাপ রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা।

আরও পড়ুন
Advertisement