Viral Video

কিছুতেই ঘুম ভাঙছে না ‘অলস’ সন্তানের! ছানাকে জাগিয়ে তুলতে অভিনব উপায় বার করল মা-হাতি

হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি হাতি। শাবকের ঘুম ভাঙাতে মরিয়া তার মা। ছোট্ট গজরাজকে ডেকেই চলেছে মা-হাতি। কিন্তু সন্তানকে গভীর ঘুম থেকে কিছুতেই ওঠাতে পারছে না সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩
Mother elephant trying to wake up baby elephant using its trunk, wholesome video goes

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

স্বপ্নের দেশে পাড়ি দিয়েছে পুচকে গজরাজ। মা-হাতি বহু চেষ্টা করেও কিছুতেই তার ঘুম ভাঙাতে পারছে না। সন্তানের গায়ে শুঁড় দিয়ে খোঁচা দিয়েই চলেছে মা-হাতি। তবুও স্বপ্নের দেশ থেকে বাস্তবে ফিরে আসার কোনও লক্ষণ নেই ছোট্ট হাতিটির মধ্যে। শেষমেশ ছানাকে ঘুম থেকে তুলতে অভিনব উপায় বার করল মা-হাতি। শুঁড় দিয়ে সন্তানের ছোট্ট লেজটি পেঁচিয়ে ধরল সে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল শাবক হাতির। সম্প্রতি সে রকমই একটি মন ভাল করা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে ছোট একটি হাতি। তবে শাবকের ঘুম ভাঙাতে মরিয়া তার মা। ছোট্ট গজরাজকে ডেকেই চলেছে সে। কিন্তু সন্তানকে গভীর ঘুম থেকে কিছুতেই ওঠাতে পারছে না। লম্বা শুঁড় দুলিয়ে সন্তানের পেটে আর পিঠে অনেকগুলি বাড়ি মেরেও লাভ হয়নি। এক বারের জন্য মাথা তুলেই আবার শুয়ে পড়ে হাতির ছানাটি । এ দিকে মা-ও নাছোড়বান্দা। সন্তানের উপর রেগে গিয়ে তার পশ্চাদ্দেশে শুঁড় দিয়ে চাপড় মারে সে। তার পর লম্বা শুঁড় দিয়ে সন্তানের ছোট্ট লেজটি পেঁচিয়ে ধরে হ্যাঁচকা টান দেয়। হস্তীশাবকও বুঝতে পারে অবস্থা বেগতিক। মা রেগে গিয়েছে। তৎক্ষণাৎ সে ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠেই মায়ের পাশে ‘লক্ষ্মী ছানা’র মতো চুপটি করে দাঁড়ায়। মন ভাল করা সেই মজার ভিডিয়োই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

‘নাগেনধিরান্ডন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ইতিমধ্যেই প্রায় দু’লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। বহু নেটাগরিক মজার মজার কমেন্টও করেছেন ভিডিয়োটি দেখে। সন্তান ও মায়ের খুনসুটির ভিডিয়ো নেটাগরিকদের মনে জায়গা করে নিয়েছে। আবার মা এবং হস্তীশাবকের ভিডিয়োয় নিজেদের ছেলেবেলার দিনগুলিকে খুঁজে পেয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন