ছবি: এক্স থেকে নেওয়া।
ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো বানাচ্ছিল বালক ‘কন্টেন্ট ক্রিয়েটর’। মায়ের নজরে পড়তেই জুটল বেদম মার! এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। মজার সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির মধ্যে ভিডিয়ো তৈরি করছে এক খুদে ইউটিউবার। বাড়ির ভিতর একটি জায়গায় পর্দা টাঙিয়ে ‘কন্টেন্ট’ বানাচ্ছে সে। পরিকল্পনামাফিক সেই ভিডিয়োর শুরুতে নিজের সম্পর্কে দু’-একটি কথাও বলে সে। কিন্তু তার পরেই বাধে বিপত্তি। পর্দা সরিয়ে আবির্ভাব হয় মায়ের। পড়াশোনা ছে়ড়ে ভিডিয়ো বানানোর জন্য পুত্রকে মারধর শুরু করেন তিনি। বালক ইউটিউবারও চপেটাঘাতের তেজে চিৎকার করতে থাকে। মারের চোটে ভিডিয়োর কথা ভুলে যায় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘ঘর কে কালেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। এক জন লিখেছেন, ‘‘ভাইরাল হতে চেয়েছিল। মা মেরে ভাইরাল করে দিল। আর কী চাই!’’ তবে বালক ইউটিউবারকে এ ভাবে মারধরের জন্য মায়ের নিন্দাও করতে দেখা গিয়েছে অনেককে।