viral news of elon musk

১১ সন্তান, ২ প্রাক্তন স্ত্রী ও প্রেমিকা থাকবেন একসঙ্গে! ২৯৫ কোটি খরচ করে প্রাসাদ কিনলেন মাস্ক

যে প্রাসাদে বর্তমানে থাকেন ইলন মাস্ক, তার থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে নতুন প্রাসাদটি কিনেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১০:১৯
Elon Musk

ইলন মাস্ক। —ফাইল চিত্র।

১১ জন সন্তান ও প্রাক্তন স্ত্রী, প্রেমিকাদের নিয়ে এক ছাদের নীচে থাকবেন বলে ১৪ হাজার বর্গফুটের একটি প্রাসাদ কিনলেন ধনকুবের ইলন মাস্ক। নিজের পরিবারকে একত্র করে সব সন্তানের দেখভাল করার জন্য টেক্সাসে আরও একটি বাড়ি কিনলেন তিনি। নিউরালিঙ্ক, স্পেসএক্সের টেসলার কর্ণধার ৫২ বছর বয়সি মাস্ক চাইছেন তাঁর সব সন্তান যেন একে অপরের সঙ্গে মিলেমিশে বেড়ে ওঠে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৯৫ কোটি টাকা খরচ করে টেক্সাসের অস্টিনে বিলাসবহুল প্রাসাদের বন্দোবস্ত করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি। বলা হয়েছে টেক্সাসে যে প্রাসাদোপম বাড়িতে বর্তমানে থাকেন ইলন, তার থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে এই প্রাসাদটি কিনেছেন তিনি।

Advertisement

২০০২ সালের প্রথম পিতৃসুখ লাভ করেন ইলন। ২০২৪ সালেও ১২তম সন্তানের বাবা হন তিনি। ২২ বছরে মোট ১২ জন সন্তানের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে ইলনের। তবে দুঃখের বিষয় ইলনের প্রথম সন্তান নেভাদা আলেকজান্ডার মাস্ক জন্মের ১০ সপ্তাহের মধ্যেই মারা যায়। সেই ঘটনার পর তাঁর প্রথম স্ত্রী জাস্টিন মাস্কের গর্ভে ইলনের পাঁচ সন্তান জন্মায় আইভিএফের মাধ্যমে। তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইলন ২০০৮ সালে অভিনেত্রী তালুলা রিলের সঙ্গে সম্পর্কে জড়ান। তাঁদের কোনও সন্তান হয়নি। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীতশিল্পী গ্রাইমস, অর্থাৎ ক্লেয়ার বাউচারের সঙ্গে সংসার পাতেন তিনি। ক্লেয়ারের সঙ্গে থাকাকালীন ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে মাস্ক তিন সন্তানের বাবা হন। ২০২১ সালে ইলন মাস্ক গোপনে শিভন জিল্লিসের সঙ্গে সম্পর্কে জড়ান। তাঁদের যমজ সন্তান হয়। শিভন ইলনের নিউরালিঙ্কের অন্যতম কর্ণধারও বটে। ২০২৪ সালে শিভনের সঙ্গে তৃতীয় সন্তানের কথাও প্রকাশ করেন ইলন। প্রাক্তন স্ত্রী ও সন্তানদের সময় দেওয়ার জন্যই এই উদ্যোগ ইলনের।

Advertisement
আরও পড়ুন