অফিসের লটারিতে অবিশ্বাস্য পুরস্কার জিতলেন কর্মী। ছবি: সংগৃহীত।
অফিসের বাৎসরিক নৈশভোজের আসরে আয়োজন করা হয়েছিল ‘লাকি ড্র’য়ের। প্রথম পুরস্কার জিতে চিনের অন্যতম ভাগ্যবানের তকমা পেয়ে গেলেন এক সাধারণ অফিসকর্মী। স্থানীয় স্ট্রেট টাইমসে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাকি ড্রয়ের প্রথম পুরস্কার ছিল, ৩৬৫ দিন এক টানা সবেতন ছুটি।
এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে চিনের সমাজমাধ্যমে। তা তুলে দেওয়া হয়েছে টুইটারেও। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন চেয়ারে। তাঁর সামনে একটি ছোট্ট মেয়ে। প্ল্যাকার্ডে ম্যান্ডারিনে লেখা, ৩৬৫ দিন সবেতন ছুটি!
男子在公司年会抽到“365天带薪休假”奖项 pic.twitter.com/aOaSxgBAtO
— The Scarlet Flower (@niaoniaoqingya2) April 12, 2023
প্রতিবেদনে লেখা হয়েছে, ‘লাকি ড্র’য়ে প্রথম যখন ওই কর্মীর নাম ওঠে, নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি তিনি। স্বভাবে লাজুক এবং মুখচোরা ওই ব্যক্তি এর পর একাধিক সহকর্মীকে প্রশ্ন করে বেড়ান, এই পুরস্কার কি সত্যিই দেওয়া হয়েছে! শেষে অনেকে মিলে তাঁকে বোঝান, সত্যিই এক বছরের ছুটি পেয়ে গিয়েছেন তিনি, তাও আবার সবেতন। যদিও অধস্তন এই পুরস্কার পাওয়ায় সবার মুখে হাসি ফুটলেও তাঁর বস যে খুশি নন, তা বলাই বাহুল্য।
ওই প্রতিবেদনে লেখা হয়েছে গত তিন বছর করোনার কারণে ওই সংস্থা বার্ষিক নৈশাহারের উৎসবের আয়োজন করতে পারেনি। তাই এ বার মহাধুমধাম সহকারে ‘গালা ডিনার’-এর আয়োজন। সেই উৎসবেই বাজিমাত করলেন মুখচোরা ওই কর্মী। যদিও এক বছর সবেতন ছুটির ক্ষেত্রে রয়েছে কিছু শর্তও। পুরস্কারে পাওয়া এক বছর অন্য কোনও কাজ করা যাবে না, যেখানে শ্রম বা বুদ্ধির বিনিময়ে মজুরি পাওয়া যায়। এমনকি কোনও রেস্তরাঁয় খাবার পরিবেশনকারীর কাজও করা যাবে না।
এই খবর ভাইরাল হওয়ার পরেই গোটা চিনের কর্মীরা হিংসায় জ্বলেপুড়ে মরছেন। তাঁদের সকলের একটাই প্রশ্ন, এক বছর বাদে যখন কর্মী নিজের দফতরে ফিরবেন, তখন অন্য কাউকে দেখবেন না তো সেই চেয়ারে! কর্তৃপক্ষ অবশ্য নিশ্চিত করেছে, চাকরি যাওয়ার প্রশ্নই নেই। সব মিলিয়ে রাতারাতি প্রচারের সমস্ত আলো শুষে নিলেন অফিসের সেই মুখচোরা কর্মীটিই।