viral video

রেলের কামরায় গাঁজায় দম, অভিযোগ পেয়ে যুবককে প্রকাশ্যে শাস্তি! পুলিশের ভূমিকায় প্রশ্ন

গাঁজা খাওয়ার কথা অস্বীকার করতেই জুটল মার। সেই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজামাধ্যমে। সেখানে দেখা গিয়েছে অভিযুক্ত যুবককে প্রশ্ন করছেন আরপিএফ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:৩৩
Man smokes in train coach after complaint RPF jawan teach him a lesson

ছবি: সংগৃহীত।

চলন্ত ট্রেনের কামরায় দাঁড়িয়ে ধূমপান করতে দেখা যায় অনেককেই। যদিও রেলের কামরায় ধূমপান নিষিদ্ধ। বিড়ি বা সিগারেট নয় ট্রেনের কামরার মধ্যে গাঁজা খাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সহযাত্রীদের অভিযোগ পেতেই হস্তক্ষেপ করল রেল পুলিশ। গাঁজা খাওয়ার কথা অস্বীকার করতেই জুটল মার। সেই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে অভিযুক্ত যুবককে প্রশ্ন করছেন আরপিএফ জওয়ান। গাঁজা খাওয়ার কথা অস্বীকার করতেই সকলের সামনেই যুবকের চুলের মুঠি ধরে উচিত শিক্ষা দিলেন তিনি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

এক্স সমাজমাধ্যমে ‘ঘর কা কলেশ’ নামের হ্যান্ডল থেকে পোস্ট করা এই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক কামরার ভিতরে দাঁড়িয়ে রয়েছেন, চোখ মোবাইলে। পুলিশ কর্মী এসে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন। জওয়ান যুবককে জিজ্ঞেস করেন, ‘‘ফোন করে কাকে ডাকছ... অন্য কেউ কি তোমার সঙ্গে আছে?’’ এর পর একজন যাত্রী জানান, অনেক বার নিষেধ করা সত্ত্বেও এই যুবক ট্রেনেই গাঁজা খাচ্ছিলেন। তাঁকে ট্রেন থেকে নেমে ধূমপান করার অনুরোধ করেন যাত্রীরা। সেই কথায় কর্ণপাত করেনি যুবক, এমনটাই অভিযোগ সহযাত্রীদের। অভিযোগ শুনে পুলিশকর্মী ওই যুবকের চুল টেনে মারধর করেন এমনটাই ধরা পড়েছে ভিডিয়োয়।

ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ভিডিয়োয় যে দাবি করা হচ্ছে তা যদি সত্যি হয় তাহলে এই ব্যক্তির জেল হওয়া উচিত।’’ অন্য এক জন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন ‘‘যুবকের গায়ে হাত তোলা সমর্থনযোগ্য নয়।’’

Advertisement
আরও পড়ুন