Man runs for dessert

বিমান থেকে নেমেই দে দৌড়, বিশেষ দোকানে পৌঁছে ‘নেশার জিনিস’ পেয়ে তবে থামলেন যুবক!

আম ও ভাত দিয়ে তৈরি তাইল্যান্ডের জনপ্রিয় একটি মিষ্টির পদ খাওয়ার জন্য এত কসরত করেছেন ওই যুবক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ১৩:৫৪
Man runs through airport to grab his favorite dessert

মার্টিন ব্র্যাভক । ছবি: সংগৃহীত।

বিমান রানওয়েতে থামতে সেখান থেকে নেমেই দৌড় দিলেন এক যুবক। হাতে ঢাউস একটা ব্যাগ। গোটা বিমানবন্দর পেরিয়ে একটি দোকানে এসে থামলেন ওই যুবক। তার পর শুধুমাত্র হাতে পাওয়ার অপেক্ষা। কৌটোর ঢাকনা সরিয়ে হাতে মিষ্টি নিয়ে গোগ্রাসে খেতে লাগলেন তিনি। আর এই ঘটনাটির ভিডিয়ো দেখে কয়েক লাখ লোক প্রতিক্রিয়া জানিয়েছেন। সমাজমাধ্যম ইনস্টাগ্রামের হ্যান্ডল থেকে মার্টিন ব্র্যাভক নামে এক ব্যক্তি তাঁর নিজের এই ভিডিয়োটি পোস্ট করেন। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এই ব্যক্তি তাইল্যান্ডের বিমানবন্দরে নেমে সোজা দৌড় লাগিয়েছেন সুটকেস সমেত। সুটকেসটিকে কোনওমতে বিমানবন্দরের কনভেয়ার বেল্ট থেকে সংগ্রহ করে সেটি হাতে নিয়ে তাঁকে এমন ভাবে দৌড়তে দেখা গিয়েছে, যেন অত্যন্ত জরুরি কোনও কাজে তাঁকে এখনই যেতে হবে। দৌড়তে গিয়ে বেশ কয়েক বার হোঁচট খেয়ে পড়ে যেতেও দেখা গিয়েছে তাঁকে।

তবে না, কোনও জরুরি কাজে নয়। আম ও ভাত দিয়ে তৈরি তাইল্যান্ডের জনপ্রিয় একটি বিশেষ মিষ্টির পদ খাওয়ার জন্যই এত কসরত করেছেন ওই যুবক। ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই ২৪ লাখ বার দেখা হয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন