Viral Video

হিল জুতো পরে মাত্র ১২.৮২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়! নতুন কীর্তি স্প্যানিশ যুবকের

২.৭৬ ইঞ্চির হিল জুতো পরে ১০০ মিটার দৌড়েছেন স্পেনের বাসিন্দা ৩৪ বছর বয়সি ক্রিশ্চিয়ান রবের্তো লোপেজ রডরিগেজ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১৬:৪০
photo of viral video

(বাঁ দিকে) হিল জুতো পরে দৌড় যুবকের। হিল জুতো হাতে নিয়ে ক্যামেরার সামনে যুবক (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

দৌড় প্রতিযোগিতায় অনেকেই অংশ নেন। অনেকেই জয়ী হন। কিন্তু হিল জুতো পরে দৌড়ে জয়ী হওয়া চাট্টিখানি কথা নয়! সেই কাজই করে দেখিয়ে নজির গড়লেন এক যুবক। হিল জুতো পরে ১০০ মিটার দৌড়লেন তিনি। তা-ও মাত্র ১২.৮২ সেকেন্ডে। এই কীর্তি গড়েই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন ওই স্প্যানিশ যুবক।

Advertisement

হিল জুতো পরে ৩৪ বছরের ক্রিশ্চিয়ান রবের্তো লোপেজ রডরিগেজের দৌড়োনোর ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ২.৭৬ ইঞ্চির হিল জুতো পরে দৌড়েছিলেন ক্রিশ্চিয়ান।

ক্রিশ্চিয়ানই প্রথম নন। হিল জুতো পরে আগেও দৌড়নোর নজির রয়েছে। ২০১৯ সালে হিল জুতো পরে ১০০ মিটার দৌড়ে নজির গড়েছিলেন আন্দ্রে অরটলফ। তবে তিনি দৌড়তে সময় নিয়েছিলেন ১৪.০২ সেকেন্ড। এত দিন পর্যন্ত হিল জুতো পরে সবচেয়ে কম সময়ে ১০০ মিটার দৌড়োনোর কীর্তি ছিল আন্দ্রের। সেই নজির ভেঙে দিলেন ক্রিশ্চিয়ান।

ক্রিশ্চিয়ান বলেছেন, ‘‘এই দৌড়ের জন্য অনেক কঠোর অনুশীলন করতে হয়েছিল। হিল জুতো পরে জোরে দৌড়নো চ্যালেঞ্জিং ছিল।’’

Advertisement
আরও পড়ুন