Viral News

ছুটি মঞ্জুর করেননি বস‌্, ‘ভুল পদক্ষেপ’ করার জন্য মেয়ের অফিসে গিয়ে ঝগড়া করলেন প্রৌঢ়

১৬ বছর বয়সি কিশোরী পিৎজ়া বিক্রির একটি দোকানের কর্মী। ১০ দিনের ছুটি প্রয়োজন বলে সাড়ে তিন মাসে বস্‌কে জানিয়ে রেখেছিল বলে দাবি করেছে সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১১:৫৮
Man reaches out to daughter’s boss for rejecting her leave, see what happens next

—প্রতীকী ছবি।

পরিবারের সঙ্গে ঘুরতে যাবে বলে সাড়ে তিন মাস আগে অফিসে জানিয়েছিল ১৬ বছরের কিশোরী। কিন্তু কিশোরীর ছুটি মঞ্জুর করেননি তার বস‌্। অন্য দিকে, কিশোরীকে চাকরি থেকে বরখাস্তও করে দিয়েছেন তিনি। বসের এই পদক্ষেপের জন্য তাঁর সঙ্গে ঝগড়া শুরু করলেন কিশোরীর বাবা। সমাজমাধ্যমে কিশোরীর বাবা এবং বসের কথোপকথনের স্ক্রিনশটগুলি ছড়িয়ে পড়েছে (যদিও এর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

পোস্টটি দেখে জানা যায় যে, ১৬ বছর বয়সি কিশোরী পিৎজ়া বিক্রির একটি দোকানে কাজ করত। ১০ দিনের ছুটি প্রয়োজন বলে সাড়ে তিন মাসে বস্‌কে জানিয়ে রেখেছিল সে। কিন্তু তার ছুটি মঞ্জুর হয়নি। ছুটি নেওয়ার জন্য চাকরি থেকেও বরখাস্ত করে দেওয়া হয় তাকে। বস্ ‘ভুল পদক্ষেপ’ করেছেন বলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন কিশোরীর বাবা। কিশোরীর বাবা প্রতিবাদ করলে অফিসের বস্ বলেন, ‘‘আমাদের সংস্থার নিয়ম, কেউ যদি না জানিয়ে একটানা ১০ দিন ছুটি নেয়, তখন ধরে নেওয়া হবে যে সে চাকরি ছেড়ে দিয়েছে। আপনার কন্যার সঙ্গে কাজ করে আমাদের খুবই ভাল লেগেছে। ও চাকরি ছেড়ে চলে যাচ্ছে তা জেনে আমরা সত্যিই দুঃখিত।’’ তার পর কিশোরীর বাবা বলেন, ‘‘আমার মেয়ে সত্যিই কাজে ফিরতে চায়। ওকে কাজে ফিরিয়ে নিন।’’

এই কথোপকথন দেখার পর কিশোরীর বাবার প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। তাঁরা বলেন, ‘‘সন্তানদের ব্যক্তিগত বিষয়ে বাবা-মায়েরা যে ভাবে নাক গলান, তা মাঝেমধ্যে মাত্রা ছাড়িয়ে যায়।’’

আরও পড়ুন
Advertisement