ছবি: এক্স থেকে নেওয়া।
সিঁড়ির ধাপ পেরিয়ে উঠে বিমানের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। সামনের লম্বা সারিতে দাঁড়িয়ে রয়েছেন বিমানের অন্য যাত্রীরাও। লাইনে দাঁড়িয়ে কিছু ক্ষণ অপেক্ষা করতে হত তরুণকে। কিন্তু সেই সময়কেও কাজে লাগিয়ে ফেললেন তরুণ। বিমানের দরজার বাইরে হাতের তালুতে খৈনি বানাতে শুরু করলেন তিনি। শুধু তাই নয়, বিমানের ভিতরে ঢোকার সময় চট করে মুখে খৈনি পুরে নিলেন তিনি। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
মেহেদি হাসান নামে এক ব্যক্তি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানের দরজা খোলা। সিঁড়ির নীচে দাঁড়িয়ে রয়েছেন ইন্ডিগো বিমান সংস্থার কর্মীরা। সিঁড়ির ধাপ ভেঙে উপরে উঠে গিয়েছেন এক তরুণ। বিমানের দরজার মুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন বিমানের অন্য যাত্রীরাও। বিমানের ভিতর ঢুকে বসার আগে নিজের কাজ সেরে ফেললেন তরুণ। হাতের তালুতে খৈনি বানিয়ে ফেললেন তিনি। তার পর বিমানের ভিতর কিছুটা গিয়েও আবার দরজার কাছে এলেন তিনি। চট করে মুখের ভিতর খৈনি পুরে দিলেন তিনি। এই ঘটনাটি কোন বিমানবন্দরে ঘটেছে অথবা বিমানটি কোথায় উড়ে যাচ্ছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি নিয়ে হাসির রোল উঠেছে।
সাধারণত অনেকেই খৈনি বা গুটখার মতো তামাকজাত দ্রব্য সেবন করেন। ট্রামে-বাসে চড়ার সময়ও অনেককেই খৈনি খেতে দেখা যায়। তবে বিমানে ওঠার আগে এমন আচরণ করতে কাউকে সচরাচর দেখা যায় না। ভিডিয়োটি দেখে এক নেটব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘আস্ত প্রাইভেট জেটকে অটো বানিয়ে ফেলল।’’ আবার অন্য এক নেটাগরিকের দাবি, ‘‘বিমান হোক বা অটো, এক জন মানুষ যে ভাবে তাঁর জীবন বাঁচতে চান সে ভাবেই বাঁচবেন।’’