Viral News

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাবার, দাহ করে ফিরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু পুত্রের!

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পেদ্দামপেট গ্রামের বাসিন্দা বিসুলা পেদ্দা লক্ষমাইয়ার (৬২)। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েন পুত্র কৃষ্ণ রাজু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ১৭:২৫
Man dies right after father’s death in Telangana

—প্রতীকী ছবি।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবার। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন পুত্র। শোকে কেঁদে উঠছিলেন মাঝে মধ্যেই। সেই শোকেই বাবাকে দাহ করার কয়েক ঘণ্টার মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই পুত্রের। তেলঙ্গানার ভূপালপল্লী জেলার পেদ্দামপেট গ্রামের ঘটনা।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পেদ্দামপেট গ্রামের বাসিন্দা বিসুলা পেদ্দা লক্ষমাইয়ার (৬২)। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েন পুত্র কৃষ্ণ রাজু। সারা দিন ধরেই কাঁদছিলেন তিনি। এর পর সন্ধ্যাবেলা বাবাকে দাহ করার পর বাড়ি ফেরেন কৃষ্ণ। ঘরে ঢুকেই শুয়ে পড়েন। ঘণ্টা দু’য়েক পরে বুক চেপে কাতরাতে থাকেন তিনি। পরিবারের সদস্যেরা তৎক্ষণাৎ কৃষ্ণকে হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

Man dies right after father’s death in Telangana

(বাঁ দিকে) বিসুলা পেদ্দা লক্ষমাইয়ার। কৃষ্ণ রাজু (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

চিকিৎসকেরা ধারণা, বাবার মতো কৃষ্ণও হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া।

Advertisement
আরও পড়ুন