Viral Video

সাপ দেখে লেজ গুটিয়ে পালাল সিংহীরা, পরিবারকে উদ্ধারে এগিয়ে এল ‘বীরপুঙ্গব’ পশুরাজ

জঙ্গলে শাবকদের নিয়ে ঝোপঝাড়ের ভিতর বিশ্রাম করছিল সিংহীরা। সে দিকে এগিয়ে যাচ্ছিল একটি সাপ। অনাহূত অতিথিকে দেখে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় সিংহী এবং শাবকেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ০৮:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলে ঝোপঝাড়ের ভিতর ছায়ায় বসেছিল সিংহীর দল। সেখানে ছিল তাদের শাবকেরাও। কিন্তু অনাহূত অতিথির আগমনেই বিশ্রামভঙ্গ হল তাদের। লেজ গুটিয়ে সকলে পালাল সেখান থেকে। ঝোপের দিকে এগিয়ে আসছিল একটি সাপ। তা দেখেই আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় সকলের। পরিবারের সদস্যেরা ভয় পেয়েছে দেখে ঝোপের দিকে এগিয়ে যায় ‘বনের রাজা’। তবে ঝোপের বাইরে থেকেই ‘বীরপুঙ্গব’-এর মতো তদারকি করে সে। ঝোপের ভিতর ঢুকতে দেখা যায় না তাকে। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘নেচারইজ়মেটাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলে শাবকদের নিয়ে ঝোপঝাড়ের ভিতর বিশ্রাম করছিল সিংহীরা। সে দিকে এগিয়ে যাচ্ছিল একটি সাপ। অনাহূত অতিথিকে দেখে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় সিংহী এবং শাবকেরা। ঝোপের ভিতর ঢুকে পড়ে সাপটি। আরও একটি শাবক পরে ভয় পেয়ে পালিয়ে বেরিয়ে যায়।

পরিবারের সকলে ছোটাছুটি করছে দেখে সেখানে পৌঁছয় ‘বনের রাজা’। সে-ই যে আসল ‘বীর’ তা প্রমাণ করতে ঝোপের কাছে চলে যায়। তবে ভিতরে ঢোকার সাহস হয় না তার। তদারকি করতে ঝোপঝাড়ের আশপাশেই হাঁটাচলা করতে থাকে সিংহটি। সেখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসি চাপতে পারেনি নেটপাড়া। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বুকে সাহস নিয়ে এগিয়ে এসেছিল বটে। কিন্তু বীরত্ব সব শেষ হয়ে গেল সিংহটির।’’

Advertisement
আরও পড়ুন