Viral Video

আগের রাতের হাসি বদলে গেল কান্নায়! মধুচন্দ্রিমায় যাওয়াই কাল হল কানপুরের দম্পতির, প্রকাশ্যে ভিডিয়ো

মৃত্যুর আগের রাতের দৃশ্যটা অন্য রকম ছিল। স্ত্রী এবং বন্ধুদের নিয়ে তাস খেলছিলেন শুভম। হোটেলের কামরায় হাসি-মজায় মেতেছিলেন নবদম্পতি। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৬:০২
Last video of Shubham Dwivedi, Kanpur businessman who dies in Pahalgam Attack

ছবি: সংগৃহীত।

বিয়ে হয়েছিল মাস দু’য়েক আগে। মধুচন্দ্রিমা যাপন করতে গিয়েছিলেন কাশ্মীরে। কিন্তু কাশ্মীর যাত্রাই সব শেষ করে দিল। পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত্যু হল কানপুরের ব্যবসায়ী শুভম দ্বিবেদীর। তাঁর মাথায় গুলি করে জঙ্গিরা। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় শুভমের খুড়তুতো ভাই সৌরভ দ্বিবেদী অভিযোগ করেছেন যে, জঙ্গিদের এক জন তাঁর নাম জিজ্ঞাসা করার পরে গুলি চালাতে শুরু করে। একটি গুলি এসে লাগে শুভমের মাথায়। মৃত্যু হয় তাঁর।

Advertisement

তবে মৃত্যুর আগের রাতেই দৃশ্যটা অন্য রকম ছিল। স্ত্রী ঐশ্বন্যা এবং বন্ধুদের নিয়ে তাস খেলছিলেন শুভম। হোটেলের কামরায় হাসি-মজায় মেতেছিলেন নবদম্পতি। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হোটেলের কামরায় খাটে বসে উনো (তাস জাতীয় কার্ডের খেলা) খেলছেন শুভম এবং তাঁর স্ত্রী। রয়েছেন অন্য এক দম্পতিও। কার্ড খেলতে খেলতে মজায় মেতেছেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অশ্বিনী সহায়’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে অনেকেই নবদম্পতির জন্য শোকপ্রকাশ করেছেন। শুভমের পরিণতির কথা উল্লেখ করেও দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে।

Advertisement
আরও পড়ুন