৩ জনে মিলে রেস্তরাঁকর্মীকে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ। প্রতীকী ছবি।
বিরিয়ানি খেতে আসা খদ্দেরদের মার খেলেন এক রেস্তরাঁকর্মী। অভিযোগ, রেস্তরাঁয় গিয়ে চিকেন বিরিয়ানির অর্ডার দেওয়ার পর দীর্ঘ ক্ষণ বসে থাকতে হয়েছে তিন খদ্দেরকে। রেগেমেগে রেস্তরাঁর এক কর্মীর উপরেই চড়াও হন তাঁরা। চলে দমাদ্দম মার। বুধবার গ্রেটার নয়ডার এই ঘটনার ভিডিয়ো ঘিরে নেটমাধ্যমে হইচই শুরু হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে ওই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, গ্রেটার নয়ডার একটি শপিং মলের ভিতরে এক রেস্তরাঁয় এই কাণ্ড হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ ওই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করেছে গ্রেটার নয়ডা পুলিশ।
গ্রেটার নয়ডার অ্যাডিশনাল ডিসিপি বিশাল পাণ্ডে সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার রাতে নলেজ পার্কের একটি শপিং মলের ভিতরের রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন প্রবেশ, মনোজ এবং ক্রেস নামের ৩ যুবক। তাঁরাই রেস্তরাঁকর্মীকে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই রেস্তরাঁয় খেতে ঢুকেছেন অভিযুক্ত যুবকেরা। আচমকাই চেয়ার থেকে উঠে রেস্তরাঁর এক কর্মীর উপরে চড়াও হচ্ছেন তাঁদের এক জন। অভিযোগ, চিকেন বিরিয়ানি অর্ডার করলেও তা প্রবেশদের টেবিলে আসেনি।
পুলিশের দাবি, খাবারের অর্ডার দিয়ে দীর্ঘ ক্ষণ ধরে বসে থেকেই মেজাজ হারিয়ে ফেলেন প্রবেশ। এর পর রেস্তরাঁয় একটি কম্পিউটারের সামনে কর্মরত এক কর্মীর ঘাড় ধরে তাঁকে টানতে টানতে মেঝেয় ফেলে মারধর করতে থাকেন। ওই কর্মীকে মারধরের সেখানেই শেষ নয়। এর পর প্রবেশের সঙ্গে যোগ দেন তাঁর বাকি দুই সঙ্গীও। ৩ জনে মিলে ওই রেস্তরাঁকর্মীকে টেনেহিঁচড়ে রেস্তরাঁর বাইরে নিয়ে যান। সেখানে বহু ক্ষণ ধরে চলে লাথিঘুষি।
গ্রেটার নয়ডার অ্যাডিশনাল ডিসিপি সংবাদমাধ্যমে বলেন, ‘‘৩ জনই চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন। কিছু ক্ষণ দেরি হওয়ায় রেগে যান প্রবেশ। এর পর আলতাফ নামে রেস্তরাঁর এক কর্মীর ঘাড় ধরে তাঁকে মারতে থাকেন তিনি।’’ এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।