Viral Video

হাতে ছান্তা-চালুনি, ‘সফল’ ভাবে লাড্ডু বানিয়ে খুশিতে ডগমগ জার্মান তরুণী

লাড্ডু বানানোর জন্য বোঁদে তৈরির দায়িত্ব পড়েছিল তাঁর কাঁধে। কখনও ছান্তা দিয়ে, কখনও আবার চালুনি হাতে বোঁদে তৈরি করছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১০:১৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঠের মধ্যে রান্নাবান্নার দুর্দান্ত আয়োজন। কোথাও পকোড়া তৈরি হচ্ছে, কোথাও আবার বোঁদের লাড্ডু। খোলা মাঠে দাঁড়িয়েই বোঁদে তৈরি করছেন বিদেশিনি। সেই মুহূর্তই নাকি ভারতের স্মৃতি ফিরিয়ে দিয়েছেন তরুণীকে। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

জেনিফার নামে এক তরুণী জার্মানের বার্লিনের বাসিন্দা। পেশায় শিক্ষিকা তিনি। নিজের অ্যাকাউন্ট ‘জেনিজিজার্মানি’ থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন জেনিফার। সেখানে কড়াইয়ের সামনে ছান্তা-চালুনি হাতে দেখা গেল জেনিফারকে। ভিডিয়োটি পোস্ট করে তিনি জানান, লাড্ডু বানানোর জন্য বোঁদে তৈরির দায়িত্ব পড়েছিল তাঁর কাঁধে। কখনও ছান্তা দিয়ে, কখনও আবার চালুনি হাতে বোঁদে তৈরি করছেন তিনি। খোলা মাঠে অনেকের জন্য লাড্ডু বানাতে হয়েছে তাঁকে। বোঁদে তৈরির সময় নাকি ভারতের স্মৃতি ভেসে আসছিল তাঁর।

ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশ ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘তুমি কী নিপুণ ভাবে বোঁদে বানিয়ে ফেললে। দেখে খুবই ভাল লাগছে।’’ শিক্ষকতার পাশাপাশি সমাজমাধ্যমের জন্য কন্টেন্টও তৈরি করেন জেনিফার। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তরুণীর অনুগামীর সংখ্যা চার লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

Advertisement
আরও পড়ুন