ছবি: সংগৃহীত।
রাস্তাঘাটে দুই ষাঁড়ের ধুন্ধুমার লড়াই প্রায়শই চোখে পড়ে। ব্যস্ত জনবহুল স্থানে প্রায়শই এলাকা দখল নিয়ে তুমুল তাণ্ডব চলে দুই যুযুধানের। সেই লড়াই থামাতে বেগ পেতে হয় স্থানীয় লোকজনকেই। সাধারণত দুই ষাঁড়ের মধ্যে লড়াইয়ের ঘটনা হামেশাই চোখে পড়ে। উত্তরপ্রদেশের কনৌজের রাস্তায় দেখা গেল চারটি ষাঁড়কে, জোড়ায় জোড়ায় লড়াই করতে। সেই লড়াই দেখতে থমকে গেলেন পথচলতি লোকজনও। চারটি ষাঁড়ের গুঁতোগুতির সেই ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও। ‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সংঘর্ষের ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে ও দ্রুত সমাজমাধ্যমের নজর কেড়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে সন্ধ্যার দিকে একটি বাজার এলাকায় চারটি কালো রঙের ষাঁড় জড়ো হয়ে তাণ্ডব শুরু করে। প্রথমে এক জোড়া ষাঁড় নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে। শিং দিয়ে একে অপরকে গুঁতোতে শুরু করে তারা। দু’টিকে লড়তে দেখে বাকি দুই জোড়া ষাঁড়ও এক পাশে সরে লড়াই বাধিয়ে দেয়। রাস্তার দু’পাশে চারটি ষাঁড়ের তুমুল সংঘর্ষ দেখে সকলে থমকে দাঁড়িয়ে পড়েন। দু’পক্ষই তাদের সমস্ত শক্তি দিয়ে একে অপরকে পরাস্ত করার চেষ্টা করতে থাকে। বেগতিক দেখে লাঠি দিয়ে ষাঁড়গুলিকে তাড়া করেন এলাকার ব্যবসায়ীরা। এক জন ষাঁড়ের গায়ে জল ছুড়ে তাদের আলাদা করার চেষ্টা করেন।