Viral Video

পাইপ ফেটে ‘আকাশ ছুঁল’ মলের ফোয়ারা, ছড়িয়ে পড়ল যত্রতত্র! রইল গা ঘিনঘিন করা ভিডিয়ো

পাইপ ফেটে উপরের দিকে যেন ছুটছে মলমূত্রের ‘ফোয়ারা’। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেখানে একাধিক বহুতল আবাসন রয়েছে। পাশাপাশি নিমীর্য়মাণ বহুতলও রয়েছে ওই এলাকায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১১:৫৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিনের ব্যস্ত সময়। হঠাৎ বীভৎস শব্দ শুনে চমকে গেলেন স্থানীয়েরা। দেখতে পেলেন, অদ্ভুত এক ধরনের তরলের ‘বৃষ্টি’ হচ্ছে চারদিকে। ছড়িয়ে পড়ছে যত্রতত্র। বেরোচ্ছে অস্বাভাবিক দুর্গন্ধও। রাস্তায় পয়ঃপ্রণালীর পাইপ ফেটে গিয়ে ‘ফোয়ারা’র মতো উপরের দিকে উঠে চলেছে। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

দ্য মিরর সূত্রে খবর, সোমবার ঘটনাটি রাশিয়ার মস্কোর নোভায়া মোস্কভা জেলায় ঘটেছে। পাইপ ফেটে উপরের দিকে যেন ছুটছে মলমূত্রের ‘ফোয়ারা’। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেখানে একাধিক বহুতল আবাসন রয়েছে। পাশাপাশি নিমীর্য়মাণ বহুতলও রয়েছে ওই এলাকায়। স্থানীয় সংবাদ সূত্রে খবর, পয়ঃপ্রণালীর পাইপ পরিষ্কার করার জন্য কাজ করছিলেন সেখানকার কর্মীরা। তা করতে গিয়েই বিপদ ঘটল।

হঠাৎ প্রচণ্ড শব্দ করে পাইপ ফেটে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে মলের টুকরো। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়ে। জানা যায়। সেই ‘ফোয়ারা’ নাকি বহুতলের মাথাও ছুঁয়ে ফেলে। স্থানীয়দের দাবি, মলের সেই ‘ফোয়ারা’ ৩০ মিটার উচ্চতা পর্যন্ত উপরে উঠেছিল। প্রশাসন সূত্রে জানা যায়, কম সময়ের মধ্যে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

ভিডিয়োটি সমাজমাধ্যমে দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই পরিস্থিতিতে যদি আমি ওখানে থাকতাম তা হলে যে কী করতাম! ভাবলেই গা ঘিনঘিন করে উঠছে।’’

সেপ্টেম্বর মাসে দক্ষিণ চিনের ন্যানিং প্রদেশে একই ধরনের ঘটনা ঘটেছে। রাস্তার ধারে পয়ঃপ্রণালীর পাইপের চাপ সহ্য করার পরীক্ষা করছিলেন স্থানীয় নির্মাণকর্মীরা। কিন্তু পরীক্ষা চলাকালীন সেই পাইপ ফেটে যায়। পাইপ ফেটে মলের ফোয়ারা ছুটতে শুরু করে। ৩৩ ফুট উচ্চতা পর্যন্ত সেই ফোয়ারা উঠেছিল বলে জানা গিয়েছে। তার পর এলাকার চারদিকে ছড়িয়ে পড়ে মলের টুকরো। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন পুরকর্মীরা। এলাকা সাফাইয়ের কাজে হাত লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন