Bizarre News

ছাত্রকে দুষ্টু ছবি পাঠিয়ে মিলনের ইচ্ছাপ্রকাশ! গ্রেফতার বিদেশি শিক্ষিকা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ছাত্রকে ফাঁদে ফেলার আগে তার সঙ্গে বন্ধুত্ব জমিয়েছিলেন নাটালি। প্রথমে মেসেজ করে সাধারণ কথাবার্তা বললেও পরে তিনি অশ্লীল ইঙ্গিত দিতে শুরু করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১২:১৪
Female teacher from UK arrested and sentenced to jail for sending inappropriate message to student

—প্রতীকী ছবি।

ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্ক গড়ার ইচ্ছাপ্রকাশ! অভিযোগ উঠতেই গ্রেফতার ব্রিটেনের এক শিক্ষিকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সি ওই শিক্ষিকার নাম নাটালি অ্যারোয়ো। তিনি ব্রিটেনের রোন্ডার বাসিন্দা। অভিযোগ, তিনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলের ১৫ বছর বয়সি এক ছাত্রকে স্ন্যাপচ্যাটে নিজের নগ্ন ছবি পাঠিয়েছিলেন নাটালি। সঙ্গমের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দোষী সাব্যস্ত হওয়ার পর নাটালিকে কারাবাসের সাজা শুনিয়েছে কার্ডিফ ক্রাউন আদালত।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ছাত্রকে ফাঁদে ফেলার আগে তার সঙ্গে বন্ধুত্ব জমিয়েছিলেন নাটালি। প্রথমে মেসেজ করে সাধারণ কথাবার্তা বললেও পরে তিনি অশ্লীল ইঙ্গিত দিতে শুরু করেন। এক দিন মা এবং কাকিমার সঙ্গে বাজারে বেরিয়েছিল ওই কিশোর। তখন তাকে মেসেজ করেন নাটালি। বলেন, ‘‘আমি বাজি ধরেছি সব ছেলেরা আমায় পছন্দ করে। আমি তাদের দোষ দিই না। কারণ আমার স্তনযুগল সত্যিই বড়।’’ এর পর নাকি নাটালি তাকে নিজের নগ্ন ছবিও পাঠান। সঙ্গমের ইচ্ছাপ্রকাশ করে দেখা করতে বলেন। এর পর ওই ছাত্র তাঁকে এই ধরনের মেসেজ পাঠাতে বারণ করলে পাল্টা উত্তর আসে, ‘‘তোমাকে বিরক্ত করে মজা পাচ্ছি।’’ এর পরেও নাটালি ওই ছাত্রকে তাঁর নগ্ন ছবি এবং ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতে থাকেন বলে আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী অ্যান্ড্রু কেন্ডাল।

এর পর ওই ছাত্র তার পরিচিত এক জনকে পুরো বিষয়টি খুলে বললে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় নাটালিকে। নাটালি প্রাথমিক ভবে অভিযোগ অস্বীকার করলেও পরে জানান যে, ছাত্রের বয়স ১৬ ভেবে তাকে ওই মেসেজ তিনি পাঠিয়েছিলেন। নাটালিকে তিন বছর চার মাস কারাবাসের সাজা শোনানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আর এই ধরনের কোনও অভিযোগ রয়েছে কি না তা-ও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
আরও পড়ুন