Viral Video

দাঁত দিয়ে জঙ্গলের মাটি উপড়ে ফেলল দাঁতাল! হাতির অদ্ভুত আচরণের ভিডিয়ো ভাইরাল

পর্যটকদের দেখে তাঁদের সামনে চার পা কিছুটা মুড়ে সামনের দিক ঝুঁকে পড়ে হাতিটি। মাটির উপর শুঁড় পাকিয়ে বসার ভঙ্গি করলেও পুরোপুরি বসে না সে। বরং মাটির ভিতর দাঁত দু’টি গেঁথে দেয় হাতি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১০:৪৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। তাঁদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে একটি বিশাল দাঁতাল। পর্যটকের গাড়ি দেখে চার পা ফাঁক করে ধীরে ধীরে মাটির উপর দাঁত বসিয়ে দেয় হাতিটি। মাটির ভিতর দাঁত গেঁথে ফেলে তা দিয়ে জঙ্গলের মাটিই উপড়ে ফেলল সে। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটিই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে সাফারি করতে বেরিয়ে এক বিশাল হাতির দর্শন পান পর্যটকেরা। এত কাছাকাছি হাতি দেখে গাড়ি থামিয়ে দেন তাঁরা।

পর্যটকদের দেখে তাঁদের সামনে চার পা কিছুটা মুড়ে সামনের দিক ঝুঁকে পড়ে দাঁতাল। মাটির উপর শুঁড় পাকিয়ে বসার ভঙ্গি করলেও পুরোপুরি বসে না সে। বরং মাটির ভিতর দাঁত দু’টি গেঁথে দেয়। কিছুটা মাটি উপড়ে ফেলে দিয়ে দাঁত দু’টি আরও গভীরে বসিয়ে দেয় সে। এই দৃশ্য দেখে পর্যটকেরা গাড়ি চালিয়ে অন্য দিকে চলে যান। পর্যটকদের চলে যেতে দেখে মাটির উপর শুঁড় দুলিয়ে উঠে পড়ে হাতিটি।

ভিডিয়োটি দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘হাতির এমন ব্যবহার সচরাচর লক্ষ করা যায় না। সামনাসামনি এমন দৃশ্য দেখাও ভাগ্যের ব্যাপার।’’ আবার এক জন বলেছেন, ‘‘চোখের সামনে এমন হাতি দেখলে আমি বোধ হয় অজ্ঞানই হয়ে যেতাম।’’

Advertisement
আরও পড়ুন