Bomb Threat in Delhi Schools

স্কুলে বোমাতঙ্ক ঘিরেও রাজনীতির তরজা ভোটের দিল্লিতে, ধৃত ছাত্রকে নিয়ে আপকে নিশানা বিজেপির

পুলিশ জানিয়েছে, বিভিন্ন স্কুলে বিস্ফোরণের হুমকি দেওয়ার অভিযোগ ধৃত ছাত্রের সঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংস্থার যোগাযোগ রয়েছে। ওই সংস্থাটির সঙ্গে আবার একটি রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২২:০০

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ভার্চুয়াল শুনানিতে শিষ্টাচার মানছেন না আইনজীবীরা। তাই তাঁর বেঞ্চে আর কোনও ভার্চুয়াল শুনানি হবে না বলে মঙ্গলবার জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর মন্তব্য, ‘‘কয়েক জন আইনজীবীর খারাপ আচরণের জন্য ভার্চুয়াল মাধ্যমে শুনানি আমি বন্ধ রাখছি। কেউ শিষ্টাচার মানছেন না।’’

Advertisement

তাঁর ভার্চুয়াল শুনানির অভিজ্ঞতা জানাতে গিয়ে বিচারপতি ঘোষ বলেন, ‘‘বাসে যেতে যেতে কেউ শুনানি করছেন। কেউ আবার শুনানির সময় হৈ-হট্টগোলের মাঝে বসে রয়েছেন। সেই শব্দ শোনা যাচ্ছে! কোনও এক আইনজীবী ব্যারাকপুর কোর্টে বসে এখানে মামলা করছেন। পিছন থেকে অপশব্দ আসছে। সব বিবেচনা করে এই কোর্টে ভার্চুয়াল শুনানি বন্ধ রাখতে নির্দেশ দিচ্ছি রেজিস্ট্রার জেনারেলকে।’’

প্রসঙ্গত, অতিমারি পর্বের পর থেকে হাই কোর্টে ভার্চুয়াল মাধ্যমে শুনানি শুরু হয়েছিল। সশরীরে এজলাসে উপস্থিত না হয়ে শুনানিতে অংশ নিতে পারতেন আইনজীবীরা। কিন্তু ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের অংশগ্রহণ নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করেছিল হাই কোর্ট। আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাক (গাউন) না পরে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ায় ২০২৩ সালে এক আইনজীবীকে ভর্ৎসনা করেছিলেন হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তৎকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেল এমভি রাজুকেও ভার্চুয়াল শুনানি চলাকালীন গাউন পরতে বাধ্য করেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন