Viral Video

গণেশের মূর্তিতে মালা পরিয়ে দিচ্ছে হাতি, শুঁড় তুলে করছে প্রণামও!

গণেশের মূর্তিতে মালা পরিয়েই থেমে যায়নি হাতিটি। মাথায় শুঁড় ঠেকিয়ে প্রণামও করতে দেখা যায় তাকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৪
Elephant garlanding lord Ganesh gives goosebumps

ছবি: এক্স থেকে নেওয়া।

হাতির গায়ে লাল কাপড় মোড়া। শুঁড় দিয়ে ধরে রয়েছে গাঁদা ফুলের মালা। সামনের গণেশের মূর্তির গলায় সেই মালা পরিয়ে দিল হাতিটি। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন) কিন্তু ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

Advertisement

গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ পুজো করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। সেই উপলক্ষে বিভিন্ন মণ্ডপে জড়ো হয়েছেন বহু মানুষ। তেমনই এক জায়গায় একটি বিশাল হাতিকে দেখা গিয়েছে গণেশ মূর্তির গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে দিতে। হাতির পিঠে রয়েছেন এক জন মাহুত। গণেশের মূর্তিতে মালা পরিয়েই থেমে যায়নি হাতিটি। মাথায় শুঁড় ঠেকিয়ে প্রণামও করতে দেখা যায় তাকে। তখনই গণেশের নামে জয়ধ্বনি করে উঠেন সেখানে উপস্থিত ভক্তেরা। ভিডিয়োটি দেখে এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘হাতির ভক্তি দেখে আমার চোখে জল এসে গেল।’’ আবার এক নেটাগরিকের মন্তব্য, ‘‘দৃশ্যটি দেখার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠল।’’

Advertisement
আরও পড়ুন