Bengaluru

মত্ত অবস্থায় পুলিশের সঙ্গে ‘কুস্তি’! মাঝরাস্তায় শুয়ে মহিলা অফিসারকে লাথি, তরুণীর কাণ্ডে হইচই

মত্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে হুজ্জুতি করার জন্য এক তরুণীকে আটক করেন দুই পুলিশকর্মী। তাঁকে নিয়ে যাওয়ার সময় টলতে টলতেই তিনি ওই পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৩:৩১

ছবি: সংগৃহীত।

বর্ষবরণের রাতে মত্ত অবস্থায় পুলিশের মঙ্গে মারপিট। রাস্তায় শুয়ে পড়ে মহিলা পুলিশকর্মীকে পর পর লাথি! এক তরুণীর এ-হেন কীর্তিতে বেঙ্গালুরু শহরে হইচই পড়েছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

Advertisement

বুধবার রাতে বেঙ্গালুরুতে মত্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে হুজ্জুতি করার জন্য এক তরুণীকে আটক করেন দুই পুলিশকর্মী। তাঁকে নিয়ে যাওয়ার সময় টলতে টলতেই তিনি ওই পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। হাত ছাড়ানোরও চেষ্টা করেন। ব্যর্থ হয়ে রীতিমতো ‘কুস্তি’ শুরু করেন। এর পর মাটিতে শুয়ে মহিলা পুলিশকর্মীকে লাথি মারতে শুরু করেন। ওই পুলিশকর্মী সরে গেলে শূন্যেই লাথি ছুড়তে থাকেন তিনি। ওই তরুণীকে ঘিরে রীতিমতো ভিড় জমা হয়ে যায়।

ওই তরুণীর নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে মজার মজার মন্তব্য করেছেন। আবার অনুমতি ছা়ড়া ওই ঘটনা ক্যামেরাবন্দি করার জন্যও সমালোচনা করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, “মানুষ এতটা অসংবেদনশীল হয় কী ভাবে? সম্মতি ছাড়া আপনার এই ভিডিয়ো পোস্ট করা উচিত হয়নি।’’

Advertisement
আরও পড়ুন