কাজ ফুরোতেই...! পেট্রোল পাম্প কর্মীর সঙ্গে চালকের অমানবিক আচরণ, কেঁদেই ফেললেন তিনি

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫১

ছবি: টুইটার থেকে।

গাড়িতে জ্বালানি নেওয়া শেষ। এ বার মূল্য মিটিয়ে এগিয়ে যাওয়ার পালা। ঠিক তখনই ঘটে গেল ব্যাপারটা।

গাড়িতে তেল ভরে, তেল ভরার জায়গাটির চাবি বন্ধ করে চালকের আসনের দিকে এগিয়ে গিয়েছিলেন পেট্রোল পাম্পের মহিলা কর্মী। তবে তার পর তাঁর সঙ্গে যা হল, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।

Advertisement

পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসা ওই গাড়ির চালক এবং পেট্রোল পাম্পের মহিলা কর্মীর মধ্যে কয়েক মুহূর্তের সেই কথোকথনটি পুরোটাই ধরা পড়ে যায় সিসি ক্যামেরায়। সেই ফুটেজ আপাতত ইন্টারনেটে ভাইরাল।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, পেট্রোল পাম্পের ওই মহিলা কর্মী জ্বালানি ভরার জন্য অর্থ চাওয়ায় বেশ কয়েকটি নোট তাঁর হাতে না দিয়ে মাটিতে ছড়িয়ে ফেলে দিচ্ছেন চালক। ভিডিয়োয় যা দেখে চালকের উপর অত্যন্ত চটেছেন নেটাগরিকরা। তবে ভিডিয়োর শেষ দৃশ্যটি দেখার পর তাদের ক্রোধের মাত্রা ছাড়িয়েছে।

শেষ দৃশ্যে দেখা যাচ্ছে, ওই কর্মী মাটি থেকে একটি একটি করে নোটগুলি তুলছেন এবং শেষে গাড়িটি এগিয়ে যেতে অলক্ষ্যে মুছে নিচ্ছেন চোখের জল। তবে শেষ পর্যন্ত ক্যামেরার নজর এড়াতে পারেননি। পুরোটাই লেন্সবন্দি হয়েছে ক্যামেরায়।

Advertisement
আরও পড়ুন