Viral Video

পাকিস্তানের রাস্তায় কুলফি বিক্রি করছেন ‘ডোনাল্ড ট্রাম্প’, গাইছেন গানও! ভাইরাল ভিডিয়ো

গান গেয়ে কুলফি বিক্রি করতে দেখা যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’কে। শেহজ়াদ রয় আসলে পাকিস্তানের এক গায়ক। ভিডিয়োটি পোস্ট করে গানের প্রশংসা করেছেন শেহজ়াদ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৭:০৭
Donald Trump doppelganger selling kulfi on the streets of Pakistan

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পরনে কুর্তা-পাজামা। রাস্তায় কুলফি বিক্রির ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। বুকের উপর হাত রেখে, গলা ছেড়ে গান করছেন তিনি। গান গেয়ে লোকের কাছে কুলফি খাওয়ার অনুরোধ করছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পের হুবহুর এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘অফিশিয়ালশেহজ়াদরয়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় গান গেয়ে কুলফি বিক্রি করতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হুবহুকে। শেহজ়াদ রয় আসলে পাকিস্তানের এক গায়ক। ভিডিয়োটি পোস্ট করে গানের প্রশংসা করেছেন শেহজ়াদ। ভিডিয়ো অবশ্য এখনকার নয়। এটি ২০২১ সালের ঘটনা। রাস্তায় কুলফি বিক্রির ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে গান করছেন এক ব্যক্তি। পাকিস্তানের সাহিওয়াল জেলার বাসিন্দা তিনি। চাচা বগ্গা নামেই অধিক পরিচিত সেই ব্যক্তি। শ্বেতি রয়েছে তাঁর। কুলফি বিক্রি করে উপার্জন করেন তিনি। ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে ‘কুলফি’ শব্দটি নানা রকম সুরে বেঁধে গান করছেন তিনি। ভিডিয়োটি পুরনো হলেও ট্রাম্পের জয়ের পর আবার সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ঘোরাফেরা করতে শুরু করেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প যে এত সুন্দর গান করেন তা তো জানতাম না।’’

Advertisement
আরও পড়ুন