Bizarre News

চার কোটিতে কেনা স্বপ্নের বাড়ি দুঃস্বপ্নে পরিণত হল নিমেষে! জানলা খুলে আঁতকে উঠলেন দম্পতি

সংবাদমাধ্যম ‘ডেলি স্টারের’ প্রতিবেদন অনুযায়ী, দম্পতি যখন নতুন বাড়িতে প্রবেশ করেন, তখন তাঁদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু নতুন শোবার ঘরের জানালা খোলার সঙ্গে সঙ্গেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৬
Couple bought Dream Home worth Rs 3.84 Crore in UK, it turns out to be nightmare after opening window

—প্রতীকী ছবি।

ভাল জায়গায় ঝাঁ-চকচকে বাড়ি— এই স্বপ্ন দেখেননি পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সেই স্বপ্নই দুঃস্বপ্ন হয়ে গেলে? তেমনটাই নাকি হয়েছে ব্রিটেনের দম্পতি ওয়াল্টার ব্রাউন এবং তাঁর স্ত্রী শ্যারন কেলির সঙ্গে। ক্যালারটনের ঝাঁ-চকচকে পরিবেশে প্রায় চার কোটি টাকা বিনিয়োগে কেনা বাড়িই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে তাঁদের কাছে। কিন্তু কেন?

Advertisement

ওয়াল্টার এবং শ্যারন, দু’জনেই চাকরি করেন। জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার আশায় জমানো টাকা দিয়ে সম্প্রতি ব্রিটেনের ক্যালারটনে একটি বাড়ি কেনার সিদ্ধান্ত নেন দম্পতি। সেই মতোই ক্যালারটনের ঝাঁ-চকচকে পরিবেশে ৩.৮৪ কোটি টাকা খরচ করে চার কামরার একটি বাড়ি কিনে ফেলেন। আর তার পরেই বিপত্তি। বর্তমানে তাঁদের দুর্দশার কারণ হয়ে উঠেছে সেই বাড়ি।

সংবাদমাধ্যম ‘ডেলি স্টারের’ প্রতিবেদন অনুযায়ী, দম্পতি যখন নতুন বাড়িতে প্রবেশ করেন, তখন তাঁদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু শোওয়ার ঘরের জানলা খোলার সঙ্গে সঙ্গেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। নৈসর্গিক দৃশ্যের বদলে আবর্জনার বিশাল স্তূপ দেখতে পান তাঁরা। আর সেই আবর্জনার স্তূপ থেকে তেমনই দুর্গন্ধ ছড়াচ্ছে। দম্পতির অভিযোগ, যখন তাঁরা ওই বাড়ি কিনতে গিয়েছিলেন তখন তাঁদের বলা হয়েছিল যে ওই আবর্জনার স্তূপ পরিষ্কার করে দেওয়া হবে। কিন্তু তা হয়নি। এর পর বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ওয়াল্টার এবং শ্যারন। কিন্তু কোনও লাভ হয়নি।

পাশাপাশি, আশপাশের এলাকার রাস্তাঘাটও সে রকম পরিষ্কার-পরিচ্ছন্ন নয় বলে জানতে পেরেছেন দম্পতি। এর পরেই শখ করে কেনা বাড়ি নিয়ে চিন্তা বেড়েছে তাঁদের। বাড়ি কেনার মোহে কি তা হলে ভুল করে ফেলেছেন তাঁরা? এখন এই প্রশ্নই ঘুরছে ওয়াল্টার এবং শ্যারনের মাথায়।

Advertisement
আরও পড়ুন