Viral Video

ভারতীয় খাবার নোংরা, রন্ধনপ্রণালী অস্বাস্থ্যকর! মন্তব্য করে সেই খাবারই চেটেপুটে সাফ চিনা তরুণীর

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রাস্তার ধারে ভারতীয় এক যুবকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ওই তরুণী। ফোন থেকে ভারতীয় মুখরোচক খাবারের বিভিন্ন ভিডিয়ো দেখিয়ে সেই সব খাবারের নিন্দা করছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১২:২০
Chinese woman calls Indian food unhygienic but changes mind after having it

ছবি: এক্স থেকে নেওয়া।

ভারতীয় খাবারকে ‘নোংরা’ এবং অস্বাস্থ্যকর বলেছিলেন চিনা তরুণী। কিছু ক্ষণ পরে সেই খাবারই চেটেপুটে সাফ করলেন তিনি। ভারত সফরে এসে হরিয়ানা গিয়েছিলেন চিনের ওই তরুণী। সেখানেই ভারতীয় খাবার নিয়ে তাঁর মত পরিবর্তন হয়। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রাস্তার ধারে ভারতীয় এক যুবকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ওই তরুণী। ফোন থেকে ভারতীয় মুখরোচক খাবারের বিভিন্ন ভিডিয়ো দেখিয়ে সেই সব খাবারের নিন্দা করছিলেন তিনি। তাঁর দাবি ছিল, ভারতীয় কিছু খাবার নোংরা এবং রন্ধনপ্রণালী অস্বাস্থ্যকর। এর পরেই ভারতীয় খাবার নিয়ে ওই চিনা তরুণীর দৃষ্টিভঙ্গি বদলানোর সিদ্ধান্ত নেন যুবক। তাঁকে নিয়ে সটান চলে যান একটি রেস্তরাঁয়। সেখানে গিয়ে চিনা তরুণীর জন্য শাহি পনির, ডাল মাখানি এবং নানের অর্ডার দেন ভারতীয় যুবক। আর সেই খাবার খেয়েই হাসি ফোটে তরুণীর মুখে। প্রেমে পড়ে যান ভারতীয় খাবারের। স্বীকার করেন যে, তাঁর ধারণা ভুল ছিল। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে।

গত ১৯ অক্টোবর ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। না খেয়েই ভারতীয় খাবারের নিন্দা করার জন্য ওই চিনা তরুণীর সমালোচনা করেও সরব হয়েছেন অনেকে।

আরও পড়ুন
Advertisement