Viral Video

দোকানে দাঁড়িয়ে তরুণীর কোমরে অশ্লীল স্পর্শ! যুবককে উচিত শিক্ষা দিলেন প্রেমিক, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোকানের ভিতরে দাঁড়িয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনছেন যুগল। প্রেমিক বিল মেটানোর কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন। তাঁর প্রেমিকা দাঁড়িয়েছিলেন একটু পিছনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ০৮:৫৩
Boyfriend teach man a lesson for inappropriately touching girlfriend

ছবি: এক্স থেকে নেওয়া।

দোকানে দাঁড়িয়ে তরুণীর কোমরে ইচ্ছা করে খোঁচা দিয়েছিলেন এক যুবক। বুঝতে পেরে ওই যুবককে উচিত শিক্ষা দিলেন ওই তরুণীর প্রেমিক। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোকানের ভিতরে দাঁড়িয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনছেন যুগল। প্রেমিক বিল মেটানোর কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন। তাঁর প্রেমিকা দাঁড়িয়েছিলেন একটু পিছনে। এমন সময়ে ওই দোকানে জনাকয়েক যুবকের আগমন হয়। তাঁদের দেখে ওই তরুণী তাঁর প্রেমিকের একদম পিছনে গিয়ে দাঁড়ান। এর পর এক কাণ্ড ঘটিয়ে বসেন দোকানে ঢোকা ওই যুবকদের এক জন। ইচ্ছা করে তরুণীর কোমরে খোঁচা মারেন। অবাঞ্ছিত ভাবে স্পর্শ করেন তাঁকে। চিৎকার করে ওঠেন তরুণী। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ান তাঁর প্রেমিক। এগিয়ে গিয়ে কষিয়ে থাপ্পড় মারেন যুবকের গালে। চড় খেয়ে তড়িঘড়ি দোকানের বাইরে চলে যান ওই যুবক। তরুণীর প্রেমিকও তাঁর দিকে তেড়ে যান। গোটা ঘটনাটি দোকানে রাখা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কর্নব্রেড মোফিয়োসো’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। তরুণীকে হয়রানির অভিযোগে ওই যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘যুবকের উচিত শিক্ষা হয়েছে। ওই তরুণীর প্রেমিককে কুর্নিশ জানাচ্ছি।’’

Advertisement
আরও পড়ুন