Viral Video

প্রেমিকাকে সুটকেসে পুরে হস্টেলে নিয়ে যাচ্ছিলেন পড়ুয়া! ধরা পড়লেন ‘অভিযান’ চলাকালীন, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হস্টেলে সুটকেস নিয়ে ঢুকে কিছু ক্ষণ এগোনোর পরেই নিরাপত্তারক্ষীরা এক তরুণকে ধরে ফেলেন। জোর করে সুটকেস খুলতেই ‘ঝুলি থেকে বেড়াল’ বেরিয়ে আসে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৫:৫২
Haryana Student caught while taking girlfriend inside hostel in Suitcase, claim video

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটানোর ইচ্ছা হয়েছে। কিন্তু হস্টেলে মেয়েদের যাতায়াতের অনুমতি নেই। তাই প্রেয়সীকে সুটকেসে পুরে হস্টেলে ঢোকানোর চেষ্টা করতে গিয়ে বেকায়দায় পড়লেন এক কলেজপড়ুয়া। ধরা পড়লেন হস্টেলের দ্বাররক্ষীদের কাছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মজার সেই ঘটনাটি ঘটেছে হরিয়ানার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হস্টেলে সুটকেস নিয়ে ঢুকে কিছু ক্ষণ এগোনোর পরেই নিরাপত্তারক্ষীরা এক তরুণকে ধরে ফেলেন। জোর করে সুটকেস খুলতেই ‘ঝুলি থেকে বেড়াল’ বেরিয়ে আসে। দেখা মেলে এক তরুণীর। অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। অনেকে সেখানে জড়ো হয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পড়ুয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন তা এখনও জানা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘স্কুইন্ট নিয়ন’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। মিমের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমাদের হস্টেলেও এক বার এ রকম ঘটনা ঘটেছিল।’’ তবে ঘটনাটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ।

Advertisement
আরও পড়ুন