—প্রতীকী ছবি।
স্টাফ রুম ফাঁকা থাকলেই ঘনিষ্ঠ হয়ে পড়েন দু’জনে। কখনও একে অপরকে জড়িয়ে ধরেন, কখনও বা চুমু খেয়ে আদরে ভেসে যান। সেই ভিডিয়ো সিসি ক্যামেরায় ধরা পড়তেই শোরগোল বেধে যায়। রাতারাতি স্কুল থেকে দু’জনকে সাসপেন্ড (নিলম্বিত) করেন স্কুল কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি রাজস্থানের চিত্তোরগড় এলাকার একটি স্কুলে ঘটেছে। অভিযোগ, সেই স্কুলের এক শিক্ষিকার সঙ্গে এক পুরুষ সহকর্মীর শারীরিক সম্পর্ক রয়েছে। এমনকি, স্কুল চত্বরেও তাঁরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। স্টাফ রুম ফাঁকা থাকলেই তাঁরা আড়ালে-আবডালে ঘনিষ্ঠ হয়ে পড়েন। বহু দিন ধরে এই কার্যকলাপ চলতে থাকে বলে জানা যায়। স্থানীয়েরা জানতে পেরে প্রতিবাদ জানাতে শুরু করেন। দু’জনের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়, তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে দাবিও জানান তাঁরা। সিসি ক্যামেরার ভিডিয়োয় তাঁদের দু’জনকে স্কুলের স্টাফ রুমের ভিতর আপত্তিকর অবস্থায় দেখা যায়। ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়লে স্কুল কর্তৃপক্ষ দু’জনকে সাসপেন্ড (নিলম্বিত) করেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।