Viral Video

যাত্রিবাহী ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক! ভয়ঙ্কর ভাইরাল ভিডিয়োয় হইচই সমাজমাধ্যমে

স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকাল ১০টা বেজে ১৮ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। ট্রেনটি সিয়াটেল থেকে লস অ্যাঞ্জেলেস-এর দিকে যাচ্ছিল। সেই সময় একটি ট্রাক ভুল বাঁক নিয়ে রেললাইনের মধ্যে ঢুকে আটকে পড়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩২
Amtrak train bushes into a semitruck stuck on line in Washington, video goes viral

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রেললাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মস্ত বড় একটি ট্রাক। তার উপর দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলে গেল একটি যাত্রীবাহি ট্রেন। সেই ভয়ঙ্কর ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ঘটনায় কেউ আঘাতপ্রাপ্ত হয়নি বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটনের অবার্নে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকাল ১০টা বেজে ১৮ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। ট্রেনটি সিয়াটেল থেকে লস অ্যাঞ্জেলেস-এর দিকে যাচ্ছিল। সেই সময় একটি ট্রাক ভুল বাঁক নিয়ে রেললাইনের মধ্যে ঢুকে আটকে পড়ে। ট্রাকের চালক কোনও ভাবেই রেললাইন থেকে সেই ট্রাকটিকে আর সরাতে পারেননি। চালকের সঙ্গে সেই ট্রাকে আরও এক জনকে দেখা গিয়েছে। বেগতিক বুঝে তাঁরা তড়িঘড়ি ট্রাক থেকে নেমে পড়েন। পরমুহূর্তেই ১৫৭ জন যাত্রী বোঝাই ট্রেনটি ট্রাকটিকে ঝড়ের বেগে ধাক্কা মেরে চলে যায়। সেই ট্রেনে থাকা কোনও যাত্রীই এই ঘটনায় আঘাতপ্রাপ্ত হননি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেললাইনের মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রাক। ট্রাকটিকে বহু চেষ্টা করেও সেখান থেকে সরানো যাচ্ছে না। দেখে বোঝাই যাচ্ছে যে ট্রাকটি রেললাইনে কোনও ভাবে আটকে গিয়েছে। ও দিকে দূর থেকে ভেসে আসা ট্রেনের বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজটি ধীরে ধীরে জোরালো হতে থাকে। বিপদের আশঙ্কা বুঝতে পেরে ট্রাকে থাকা দু’জন তরুণ ট্রাক থেকে নেমে রাস্তায় চলে আসেন। পরমুহূর্তেই ট্রাকটিকে এসে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। অল্পের জন্য বেঁচে যায় দু’টি প্রাণ। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।

‘এবিসিনিউজ়’ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট করেছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভয়ঙ্কর এই ঘটনা নেটমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এক জন নেটাগরিক ঘটনাটিকে ‘ফাইনাল ডেস্টিনেশন’ সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। নেটাগরিকদের একাংশ এই রকম একটি ভয়ঙ্কর দুর্ঘটনা কী ভাবে ঘটল সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন।

Advertisement
আরও পড়ুন