ছবি: এক্স থেকে নেওয়া।
শিকার এক, শিকারি দুই। দু’পক্ষই দৌড়বাজ। এক জন প্রাণভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে, অপর দু’জন আহারের জোগাড়ে মরিয়া। খরগোশ ও দুই নেকড়ের মধ্যে চলছে প্রতিযোগিতা। খাদ্য ও খাদকের চিরাচরিত লড়াইয়ের একটি ভিডিয়ো সম্প্রতি দেখা গিয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ভিডিয়োয় দেখা গিয়েছে একটি খরগোশ ও দুই সাদা নেকড়ের মধ্যে চলছে চোর-পুলিশ খেলা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা মাঠে ঘুরে বেড়াচ্ছে একটি সাদা খরগোশ। শিকারের লোভে সেখানে প্রথমে হাজির হল এক সাদা নেকড়ে। তার পর আরও এক শিকারির আবির্ভাব হল সেখানে। খরগোশটির পিছনে তাড়া করা শুরু করল একটি নেকড়ে। প্রচণ্ড বেগে ছুটতে শুরু করল খরগোশটি। পিছনে পিছনে সমান বেগে ধাওয়া করল নেকড়েটি। এক সময় প্রায় শিকারের নাগালও পেয়ে গেল শিকারি। এর পর পরই আসল খেল দেখাতে শুরু করল ছোট্ট প্রাণীটি। নিমেষের মধ্যেই দিক পরিবর্তন করে নেকড়েকে বোকা বানিয়ে দিল সে। এর পরই দ্বিতীয় নেকড়েটি এসে তাড়া করতে থাকল খরগোশকে। জোড়া শিকারিকে পিছু নিতে দেখে আরও জোরে ছুটতে শুরু করল শিকার। পাল্লা দিয়ে দৌড়তে থাকল জোড়া নেকড়েও। বার বার দিক পরিবর্তন করে শিকারিদের দৌড়ের বেগ কমিয়ে দিয়ে ছুটে পালাল সে। শিকার হাতছাড়া হতে দেখে হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ল নেকড়ে দু’টি।
‘নেচার ইজ় ব্রুটাল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ইতিমধ্যেই চার লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। যদিও এই ভিডিয়োটি কবে বা কোথায় তোলা সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। সাড়ে আট হাজার নেটমাধ্যম ব্যবহারকারী ভিডিয়োটি লাইক করেছেন।