Mahmoud Abbas on Hamas

‘ওরা সারমেয় সন্তান’! হামাসের নিন্দায় প্যালেস্টাইনের প্রেসিডেন্ট আব্বাস, চাইলেন পণবন্দি মুক্তি

ওয়েস্ট ব্যাঙ্কে ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও) কেন্দ্রীয় কাউন্সিলের ৩২তম অধিবেশনে গাজ়ায় রক্তপাত ঠেকাতে সমস্ত পণবন্দির মুক্তির দাবি তুলেছেন আব্বাস।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৯
Palestinian President Mahmoud Abbas Slams Hamas As ‘Sons Of Dogs’

প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। —ফাইল চিত্র।

এ বার স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিন্দায় সরব হলে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজ়ায় সক্রিয় হামাসকে ‘সারমেয় সন্তান’ বলেছেন তিনি।

Advertisement

আব্বাসের অভিযোগ, হামাসের কারণেই গত দেড় বছরের যুদ্ধে প্রায় ৬০ হাজার নিরপরাধ প্যালেস্টাইনি নাগরিক ইজ়রায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি বলেন, ‘‘সমস্ত পণবন্দিকে মুক্তি না দিয়ে হামাস আসলে ইজ়রায়েলি সেনাকে গণহত্যা চালানোর অজুহাতের বন্দোবস্ত করে দিয়েছে।’’ ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লায় ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও) কেন্দ্রীয় কাউন্সিলের ৩২তম অধিবেশনে গাজ়ায় রক্তপাত ঠেকাতে সমস্ত পণবন্দির মুক্তির দাবি তুলেছেন আব্বাস।

প্রসঙ্গত, প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষের প্রধান আব্বাস সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইজ়রায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে। অন্য দিকে, ২০০৭ সালে পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল হামাস। সেই থেকে কট্টরপন্থী ওই গোষ্ঠীর দখলে রয়েছে গাজ়া।

Advertisement
আরও পড়ুন