viral video

চলন্ত বাইক থেকে লাফিয়ে চিতার বেগে দৌড়ল কুকুর, ‘সুপারডগ’ আখ্যা দিল সমাজমাধ্যম

এই লম্বা, রোগা, ছোট আকারের কুকুরটির প্রজাতি তার গতির জন্য সারা বিশ্বে বিখ্যাত। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটারের বেগে ছুটতে পারে এই কুকুরটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১২:০৭
A video of a greyhound running like a cheetah at a speed of 70 kmph has gone viral

—প্রতীকী ছবি।

কুকুর না চিতাবাঘ বোঝা দায়। মনিবের এক ইশারাতেই চিতাবাঘের মতো ক্ষিপ্র গতিতে দৌড়ে তাক লাগিয়ে দিতে পারে। সম্প্রতি গ্রে হাউন্ড প্রজাতির এক কুকুরের দৌড়নোর ভিডিয়ো ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এই লম্বা, রোগা, ছোট আকারের কুকুরটির প্রজাতি তার গতির জন্য সারা বিশ্বে বিখ্যাত। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটারের বেগে ছুটতে পারে এই কুকুরটি। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ছাড়া পেয়ে তিরের বেগে ছুটে চলেছে শিকারি প্রজাতির এই কুকুরটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

৩১ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যায় যে এক জন ব্যক্তি একটি গ্রে হাউন্ড জাতের কুকুরকে তাঁর বাইকের ট্যাঙ্কে বসিয়ে রেখেছেন। কুকুরের গলায় একটি নীল কাপড় বাঁধা, হুবহু সুপারম্যানের স্টাইলে। হঠাৎ কুকুরটি চলন্ত বাইক থেকে লাফ দিয়ে খোলা মাঠে দৌড়াতে শুরু করে। বাইকের গতির সঙ্গে তাল মিলিয়ে দৌড়তে থাকে সে। ভিডিয়োয় স্পষ্ট দেখা যায় কুকুরটি চিতাবাঘের মতো দৌড়চ্ছে। ভিডিয়োটি ৪৮ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ৮২ হাজার লাইক পেয়েছে ভিডিয়োটি। প্রায় দেড় হাজার নেটমাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োয়। অনেকেই এটিকে ‘সুপারডগ’ বলে মন্তব্য করেছেন। কুকুরটিকে ইতালীয় গ্রে হাউন্ড বলে অভিহিত করেছেন নেটাগরিকেরা।

গ্রে হাউন্ড প্রজাতির কুকুরের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। তাদের প্রাথমিক ভাবে শিকারের জন্য প্রজনন করা হয়েছিল। কারণ এদের শিকারের তৎপরতা ছিল আশ্চর্যজনক এবং দৃষ্টি প্রখর।

Advertisement
আরও পড়ুন