viral video of king cobra

বিশাল শঙ্খচূড়ের মাথায় চুমু! মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নামবে যে ভিডিয়ো দেখে

‘দ্য মোজ়ো স্টোরি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তা দেখে মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নামতে বাধ্য।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ০৮:০৭
A man can be seen kissing a massive king cobra on its head

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

এক লহমায় ঘটে যেতে পারে মারাত্মক ঘটনা। তাও প্রাণের ঝুঁকি নিতে পরোয়া করেননি এক ব্যক্তি। বিশাল এক শঙ্খচূড়ের সঙ্গে খেলা করতে দেখা গিয়েছে তাঁকে। শিরদাঁড়ায় কাঁপন ধরানো ওই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘দ্য মোজ়ো স্টোরি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তা দেখে মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নামতে বাধ্য। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভয়াবহ সেই ভি়ডিয়োয় দেখা গিয়েছে একটি বিশাল আকারের শঙ্খচূড়কে হাত দিয়ে ধরে কব্জা করার চেষ্টা করছেন এক তরুণ। তাঁর নাম মাইক হোলস্টাইন। ইনস্টাগ্রামে তাঁর নিজের একটি অ্যাকাউন্ট রয়েছে, দ্য রিয়্যাল টারজ়ান নামে। সবুজে ঘেরা একটি সরু রাস্তায় দঁড়িয়ে সাক্ষাৎ যমটিকে হাতে নিয়ে ক্যামেরার দিকে তাকান মাইক। এর পর ধীরে ধীরে তার দিকে মুখ এগিয়ে নিয়ে যেতে দেখা যায় মাইককে। এর পর তিনি যা করলেন, তা দেখে শিউরে উঠছে সমাজমাধ্যম। নির্ভীক ভঙ্গিতে তিনি হাত দিয়ে শঙ্খচূড়ের মাথাটি ধরে তার মাথায় চুমু দিতে শুরু করেন।

খালি হাতে সাপটিকে ধরতে গেলেই সেটি লেজ আছড়াতে থাকে ও আক্রমণ করা জন্য ফণা তুলতে থাকে। তাতে বিন্দুমাত্র না ঘাবড়ে মাইক সাপটির ছোবল এড়িয়ে গিয়ে তার মাথায় চুমু খান। এই বিপজ্জনক অথচ সাহসী স্টান্ট দেখে হতবাক হয়ে গিয়েছে সমাজমাধ্যম। অনেক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, যে সরীসৃপের কাছে ঘেঁষা তাঁদের পক্ষে অসম্ভব তাকে নিয়ে মাইক স্বচ্ছন্দে খেলা করছেন। ভিডিয়োটি প্রায় দু’কোটি বার দেখা হয়েছে ইনস্টাগ্রামে। দর্শকেরা জানিয়েছেন, তাঁরা এই ভিডিয়োটি দেখে একাধারে মুগ্ধ ও আতঙ্কিত।

Advertisement
আরও পড়ুন