Glass Bridge

স্বচ্ছ সেতু দিয়েই হওয়া যাবে সমুদ্র পার! বছরের শেষে খুলে গেল দেশের প্রথম কাচের সেতু

স্বচ্ছ কাচের সেতু দিয়ে কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল এবং তিরুভাল্লুভার মূর্তির মধ্যে যোগসূত্র তৈরি করেছে তামিলনাড়ু সরকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭
A glass bridge that connects the Vivekananda Memorial and Thiruvalluvar statue was inaugurated in Tamilnadu

ছবি: সংগৃহীত।

বছরের শেষে খুলে গেল সমুদ্রের উপর কাচের সেতু। এটি দেশের প্রথম কাচের সেতু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৩০ ডিসেম্বর, সোমবার এটির উদ্বোধন করেন। স্বচ্ছ কাচের সেতু দিয়ে কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল এবং তিরুভাল্লুভার মূর্তির মধ্যে যোগসূত্র তৈরি করেছে তামিলনাড়ু সরকার। কাচের সেতুটি দৈর্ঘ্যে ৭৭ মিটার (২৫২ ফুট) এবং ১০ মিটার চওড়া। ৩৭ কোটি টাকা ব্যয়ে ধনুকাকৃতির সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী স্ট্যালিন নিজের এক্স হ্যান্ডল থেকে সেতুটির একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর স্ট্যালিন কাচের সেতুটি পারাপারও করেন।

Advertisement

১৩৩ ফুট লম্বা তিরুভাল্লুভার মূর্তি দর্শন করতে হলে আগে কন্যাকুমারী জেটি ঘাট থেকে ফেরি পরিষেবা নিয়ে বিবেকানন্দ মেমোরিয়াল হয়ে সেখানে পৌঁছতে হত। কাচের সেতু তৈরি হওয়ার পর বিবেকানন্দ মেমোরিয়াল থেকে তিরুভাল্লুভার মূর্তি পর্যন্ত এই দূরত্ব পায়ে হেঁটেই অতিক্রম করা যাবে। সেতু পার হওয়ার সময় স্বচ্ছ কাচের মধ্যে দিয়েই সমুদ্রের রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হতে পারবেন পর্যটকেরা। সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে দেখতেই দু’টি দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা। সেতুটি কাচের হলেও যথেষ্ট মজুবত। এর আকার চোখ জুড়োনো। এর উপর দিয়ে হাঁটলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে মানুষের।

Advertisement
আরও পড়ুন