viral news of conductor

ছেলের হাতে বাসের স্টিয়ারিং, মা ব্যস্ত টিকিট কাটতে! মা-ছেলের জুটিকে দেখে অবাক যাত্রীরা

রবিবার সকালে কান্নামমুলা-মেডিক্যাল কলেজ রুটের বাসযাত্রীরা মা-ছেলের জুটিকে দেখে কার্যত অবাকই হয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৫:১৮
A bus driver drove his first route with his mother serving as the conductor

ছবি: সংগৃহীত।

বাসের চালকের আসনে বসে আছেন ছেলে। মা না এলে বাস ছাড়বে না বাস। তাঁর ইশারা পেলেই বাস নিয়ে রওনা দেবেন তিনি। কারণ কর্নাটক রাজ্য সড়ক পরিবহণ সংস্থার প্রথম মহিলা কন্ডাকটর হিসাবে যে বাসে প্রতি দিন নিজের দায়িত্ব সামলান মা, সেই বাসেরই চালক হিসাবে যোগ দিয়েছেন তাঁর ছেলে। রবিবার সকালে কান্নামমুলা-মেডিক্যাল কলেজ রুটের বাসযাত্রীরা মা-ছেলের জুটিকে দেখে কার্যত অবাকই হয়েছেন।

Advertisement

বাসচালক হিসাবে কয়েক দিন আগে কর্নাটক রাজ্য সড়ক পরিবহণ সংস্থায় যোগ দিয়েছেন শ্রীরাগ। তাঁর মা যমুনা ২০০৯ সাল থেকে কন্ডাকটরের চাকরি করেন। প্রথমে অস্থায়ী হলেও পরে চাকরি স্থায়ী হয় তাঁর। ২০২২ সালে ‘সুইফ্ট’ নামের বাসের প্রথম মহিলা বাসকর্মী হন যমুনা। মুখ্যমন্ত্রীর হাত থেকে নিজের নিয়োগপত্র নেন তিনি। যমুনার স্বপ্ন ছিল তাঁর ছেলেও একদিন তাঁর সংস্থায় যোগ দেবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে এত দিনে।

এর আগে শ্রীরাগ বন দফতরের অস্থায়ী বাসচালকের চাকরি করতেন। মায়ের মতো শ্রীরাগও সরকারি সংস্থায় কনডাক্টরের প্রশিক্ষণ নেন। নিয়োগের পরে শ্রীরাগের ইচ্ছা ছিল প্রথম চাকরির দিনে তাঁর মা সঙ্গে থাকুন। সেই ইচ্ছায় সায় দেন আধিকারিকেরা। প্রথম দিনে মা-ছেলে একসঙ্গে বাসে ছিলেন। দুপুরে খাওয়ার সময় বাড়ি থেকে আনা খাবার ভাগ করে খেয়েছেন মা-ছেলে। শ্রীরাগের চাকরির প্রথম দিনে মা ছাড়াও তাঁর বাবা-সহ পরিবারের অন্যরা বাস ডিপোয় উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই জুটিকে দেখে খুশি নিত্যযাত্রীরাও।

Advertisement
আরও পড়ুন