ছবি: সংগৃহীত।
দোকানের কর্মচারীকে সাপের ভয় দেখিয়ে ৪০০ ডলার বা প্রায় ৩৫ হাজার টাকার তেল চুরি করে নিয়ে পালালেন চার জন তরুণ-তরুণী। আমেরিকার ম্যাডিসনে একটি পেট্রোল পাম্পে এক অভিনব ডাকাতির ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দোকানের কাউন্টারের উপরে দু’টি অজগর সাপের ভয় দেখিয়ে কর্মচারীকে ব্যস্ত রাখতে দেখা গিয়েছে একটি ভিডিয়োয়। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পেট্রল পাম্পে এক তরুণী-সহ চার জন তরুণ সেখানকার এক কর্মীর সঙ্গে কথা বলছেন। তাঁরা যখন কথা বলছিলেন, তখন এক জন ব্যক্তি কাউন্টারে একটি বল পাইথন রেখে দেন। অস্বাভাবিক পরিস্থিতিটি রেকর্ড করার জন্য কর্মী যখন তাঁর মোবাইল ফোনের দিকে এগিয়ে গেলেন, তখন তরুণীকে সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এর পর অন্য এক তরুণ এসে কাউন্টারের উপর দ্বিতীয় একটি অজগর রেখে দেন। এখানেই ভিডিয়োটি শেষ হয়।
সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, অজগর নিয়ে আসা সেই দলটি ৪০০ ডলারের তেল ডাকাতি করেছে বলে অভিযোগ। পাম্পের কর্মচারী ময়ূর রাভাল জানিয়েছেন যে তিনি এবং তাঁর ভাই সেই সময় দোকানে কাজ করছিলেন এবং তিনি সাপগুলিকে দেখে ভয়ে তাঁদের বাধা দিতে পারেননি। ময়ূর সংবাদমাধ্যমে জানান, দলের মধ্যে এক জন প্রথমে একটি সাপ এনেছিলেন এবং তার পরে, তিনি আরও একটি সাপ এনে তাঁর সামনে রেখে দেন। একটি সাদা ও একটি বাদামি রঙের অজগর ছিল। ময়ূর মনে করেন তাঁরা আশপাশে গ্রাহকদের দেখে বেশি চুরি করতে পারেননি। তাঁদের দোকাল লুটপাটের মতলবও ছিল বলে মনে করেন তিনি। সাপটিকে অস্ত্র করে তাঁরা আরও বেশি পরিমাণ তেল ও জিনিসপত্র তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করত বলে মনে করছেন কর্মচারী ময়ূর। আপরাধীদের সন্ধান চালাচ্ছে পুলিশ।