Tamannaah Bhatia

বিয়েতে রাজি হননি বিজয়, ভেঙেছে সম্পর্ক, এরই মধ্যে হঠাৎ উদ্বাহু হয়ে কেন নাচছেন তমন্না?

সম্প্রতি সম্পর্ককে আইসক্রিমের সঙ্গে তুলনা করেছেন বিজয়। এর পরে মন খুলে নাচতে দেখা গেল তমন্নাকেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৩:৪৬
বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই দু’হাত তুলে নাচ তমন্নার।

বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই দু’হাত তুলে নাচ তমন্নার। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে বিজয় ও তমন্না ভাটিয়ার বিচ্ছেদের গুঞ্জন চলছে বলিপাড়ায়। দু’বছর একসঙ্গে থাকার পরে নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, তমন্না নাকি বিয়ে করে থিতু হতে চাইছিলেন। কিন্তু এখনই বিয়ের জন্য প্রস্তুত নন বিজয়। তাই পথ আলাদা হয়েছে তাঁদের। সম্প্রতি সম্পর্ককে আইসক্রিমের সঙ্গে তুলনা করেছেন বিজয়। এর পরেই মন খুলে নাচতে দেখা গেল তমন্নাকে। সঙ্গে ছিলেন রবীনা টন্ডনের মেয়ে রাশা থডানী।

Advertisement

পরনে সাধারণ সালোয়ার কামিজ, গলায় উড়নি, খোঁপায় বাঁধা ফুলের মালা। দু’হাত তুলে নেচেই চলেছেন তমন্না। আসলে প্রথম বার নিজের বাড়িতে নবরাত্রি পুজোর আয়োজন করেছেন তিনি। সেই উপলক্ষ্যে নামসংকীর্তনে মেতে উঠলেন অভিনেত্রী।

তমন্নার সঙ্গে সম্পর্কে ইতি টানলেও বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “ওরা পরস্পরের ভাল বন্ধু হয়ে থাকতে চায়। তবে দু’জনই যে যার কাজ নিয়ে খুব ব্যস্ত।” কিছু দিন আগে একই হোলি পার্টিতে উপস্থিত ছিলেন তমন্না-বিজয়। একসঙ্গে প্রবেশ না করলেও, তাঁরা একসঙ্গে রঙের খেলায় মেতেছিলেন বলে অনুমান অনুরাগীদের। কিন্ত এ দিন নবরাত্রির নামসংকীর্তনে দেখা মেলেনি বিজয়ের।

Advertisement
আরও পড়ুন