জুলাই থেকে দেশে কার্যকর তিন নতুন আইন। সুরক্ষিত নাগরিক অধিকার, আশ্বস্ত করছে সরকার। কমবে কি হয়রানি? পুলিশের কাছে অভিযোগ জানানোর রাস্তা কী হবে আরও সহজ? নতুন আইনে জ়িরো এফআইআর নিয়ে কী বলা হয়েছে, কী ভাবে উপকৃত হবেন আম আদমি? কী অভিমত প্রাক্তন পুলিশকর্তা গৌতমমোহন চক্রবর্তীর?