২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি টুইট করেন। সেই টুইটই নতুন করে নেতাজি অন্তর্ধানকে রাঙিয়ে দিল রাজনীতির রঙে। জন্মজয়ন্তীতে আরও একবার উসকে উঠল নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য।