Nokubabur Museum

বাতিল অকেজো জিনিসে প্রাণ ফেরান নকুবাবুর ছেলে,‘মৃত মালিকেরা দেখে যান সংগ্রহশালা’

উত্তর কলকাতার নলীন সরকার স্ট্রিটে ‘অতীতের আশ্রয়’ নামে সংগ্রহশালা তৈরি করেন নকুবাবু। যে সংগ্রহশালায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দূরবীন। ব্রিটিশ আমলের কয়েন। প্রাচীন সেই সংগ্রহশালা আরও এগিয়ে চলেছে নকুবাবুর বড় ছেলের হাত ধরে।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৮:৫১
Advertisement

পুরনো জিনিস কেনার নেশা। বাতিল, সেকেলে, অকেজো জিনিসের প্রতি বড্ড মায়া। সেই সব জিনিস সারিয়ে তুলে প্রাণ প্রতিষ্ঠা করছেন নকুবাবুর বড় ছেলে গৌতম চক্রবর্তী। ছোটবেলা থেকেই যন্ত্র নিয়ে খেলার নেশা তাঁর। কিছু খারাপ হলে, ফেলে না দিয়ে নিজেই সারিয়ে নিতেন। এখনও তাই। পুরনো ফেলে দেওয়া জিনিস সারিয়ে নিজের সংগ্রহশালা সাজান নকুবাবুর বড় ছেলে। সংগ্রহশালার নাম নকুবাবুই দিয়ে গিয়েছেন ‘মরুদ্যানে যাযাবর’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement