পুরনো জিনিস কেনার নেশা। বাতিল, সেকেলে, অকেজো জিনিসের প্রতি বড্ড মায়া। সেই সব জিনিস সারিয়ে তুলে প্রাণ প্রতিষ্ঠা করছেন নকুবাবুর বড় ছেলে গৌতম চক্রবর্তী। ছোটবেলা থেকেই যন্ত্র নিয়ে খেলার নেশা তাঁর। কিছু খারাপ হলে, ফেলে না দিয়ে নিজেই সারিয়ে নিতেন। এখনও তাই। পুরনো ফেলে দেওয়া জিনিস সারিয়ে নিজের সংগ্রহশালা সাজান নকুবাবুর বড় ছেলে। সংগ্রহশালার নাম নকুবাবুই দিয়ে গিয়েছেন ‘মরুদ্যানে যাযাবর’।