আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা। হাই কোর্ট মামলার একমাত্র দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে। মামলাকে বিরল থেকে বিরলতম বলা হয়নি। জয়নগর, গুড়াপ, মাটিগাড়া, ফরাক্কা, তিলজলা। একের পর এক ধর্ষণ ও খুনের মামলা। প্রত্যেকটি মামলার শেষে ফাঁসির সাজা ঘোষণা করে নিম্ন আদালত। সর্বোচ্চ সাজা নিয়ে সমাজের সব ক্ষেত্রে আলোচনা, বিতর্ক। বাস্তবে তা কী ভাবে কার্যকর হয়? নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সমস্ত আসামীর কি শেষ পর্যন্ত ফাঁসি হয়?মৃত্যুদণ্ড কার্যকর হয় কী ভাবে? কী বলছে আইন?