RG Kar Protest

সন্দীপের গ্রেফতারিতে খুশি আন্দোলনকারীরা, তবু অবস্থানে অনড় চিকিৎসকেরা

রাত বাড়ছে, তবু সরগরম লালবাজার। জুনিয়র চিকিৎসকদের কাছে সন্দীপ ঘোষের গ্রেফতারি ‘নৈতিক জয়’ হলেও তাঁদের আসল দাবি, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৭
Advertisement

লালবাজার অভিযানের মাঝেই গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার রাতে তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। সন্দীপের গ্রেফতারির খবরে খুশির ঢল অবস্থান স্থলে। আন্দোলনকারীদের কেউ কেউ বলছেন, ‘‘সন্দীপের গ্রেফতারি আন্দোলনের নৈতিক জয়।’’ তবে এখনই আন্দোলন থামাচ্ছেন না জুনিয়র চিকিৎসকেরা। রাত বাড়লেও এতটুকু উৎসাহ কমেনি আন্দোলনকারীদের। রাস্তায় বসেই স্লোগান তুলছেন তাঁরা। ইতিমধ্যেই আন্দোলনকারীদের অবস্থানে পৌঁছেছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পৌঁছেছিলেন রুদ্রনীল ঘোষও। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবস্থানে আসা মাত্রই উঠেছে ‘গো ব্যাক’ স্লোগান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement