‘ময়নাতদন্তের রিপোর্ট দেখে মনে হচ্ছে এক জন অপরাধী নন’, আশঙ্কা চিকিৎসকের

সাক্ষাৎকারের বক্তব্য বক্তার নিজস্ব। এর দায় আনন্দবাজার অনলাইনের নয়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৪ ১৫:৫০
Advertisement

ময়নাতদন্তের রিপোর্টে মৃতার শরীরে আঘাতের লম্বা তালিকা। এক জন অপরাধীর পক্ষে সম্ভব? অভিযুক্তের শরীরের উন্মুক্ত অংশে দৃশ্যত কোনও আঘাতের চিহ্ন নেই। অথচ নিগৃহীতা যে বাধা দেওয়ার চেষ্টা করবেন, এবং তার ফলে অপরাধীর শরীরে আঘাত থাকবে, সেটাই তো স্বাভাবিক।‘ ময়নাতদন্তের রিপোর্টে মৃতার যৌনাঙ্গের ভিতর থেকে যে পরিমাণ তরল পাওয়ার উল্লেখ রয়েছে, তা একজন ধর্ষকের হতে পারে?’ এমনই একাধিক প্রশ্ন তুলছেন পূর্ব বর্ধমানের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামী। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স, পশ্চিমবঙ্গের সদস্য হিসাবে মৃতার পরিবারের সঙ্গে দেখা করে কথাও বলেছেন সুবর্ণ গোস্বামী। দেখেছেন ময়নাতদন্তের রিপোর্টও। আনন্দবাজার অনলাইনের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর আশঙ্কা আর সন্দেহ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement